DA Update : ফের বাড়ল ডিএ, জানুন এরিয়ার-বেতনসহ কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে সরকারি কর্মীদের
সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই ডিএ ঘোষণা করা হতে পারে। এই ঘোষণা জুলাই মাসে হওয়ার সম্ভবনা আছে।

ডিএ কেন্দ্রীক বড়ো ধরণের আপডেট প্রকাশ্যে। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই ডিএ ঘোষণা করা হতে পারে। এই ঘোষণা জুলাই মাসে হওয়ার সম্ভবনা আছে। ইতিমধ্যে চলতি বছরে ডিএ বৃদ্ধি করা হয়েছে। বছরের প্রথম দিকেই সরকারের তরফে ৪% ডিএ বৃদ্ধি করা হয়। এর ফলে সরকারি কর্মচারীদের বৃদ্ধিপ্রাপ্ত ডিএ-এর পরিমাণ ৩৮% থেকে ৪২% হয়ে যায়। দাবি করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ডিএ-এর পরিমাণ আরও বাড়তে পারে এবং সেই বৃদ্ধির হার ৪% হতে পারে।
মূল্যস্ফীতির সঙ্গে ডিএ বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। এই দুই বিষয়ের সম্পর্ক পরস্পরের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ মূল্যস্ফীতির পরিমাণ যত বেশি হয়, ডিএ বৃদ্ধির পরিমাণও ঠিক ততটাই বেশি হয়। জুলাই মাসে যদি ডিএ বাড়ে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ডিএ-এর পরিমাণ ৪৬% হয়ে যাবে। যার ফলে সরকারি কর্মচারীদের বেতনও বৃদ্ধি পাবে।
■ বৃদ্ধিপ্রাপ্ত বেতনের হিসাব:
মনে করা যাক, কোনো এক সরকারি কর্মকর্তার মূল বেতনের পরিমাণ ১৮,০০০ টাকা। ৩৮% ডিএ-এর হার অনুযায়ী, তাঁর প্রাপ্য ডিএ-এর পরিমাণ ৬ হাজার ৮০০ টাকা। এবার বৃদ্ধিপ্রাপ্ত ডিএ-এর হার যদি ৪২% হয়, তাহলে তাঁর প্রাপ্য ডিএ-এর পরিমাণ হবে ৭ হাজার ৬৫০ টাকা। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর ডিএ ৭২০ টাকা বাড়বে।
অনেকের মনেই প্রশ্ন উঠছে, এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর কোনো ভূমিকা পালন করতে পারে কিনা? যদি সিদ্ধান্ত নেওয়ার সময়ে ফিটমেন্ট ফ্যাক্টরের সাহায্য নেওয়া হয়, তাহলে সরকারি কর্মচারীদের মূল বেতনেও ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হবে। এর ফলে সরকারি কর্মকর্তাদের মূল বেতন বাড়তে পারে বলে দাবি করা হয়েছে।