এই ৮টি ইঙ্গিত দেখতে পেলে লক্ষ্মী আসবে আপনার বাড়িতে, দূর হবে অর্থনৈতিক সংকট
দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার আগে বেশ কিছু ইঙ্গিত দিয়ে থাকেন।

আর্থিক সমস্যার মুখোমুখি আজকাল প্রায় সমস্ত পরিবারকেই হতে হচ্ছে। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, অপরদিকে বেকারত্বের গ্রাফও ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে। এই অবস্থায় জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চাইলে দেবী লক্ষ্মীকে অবশ্যই সন্তুষ্ট করতে হয়। এবার দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়েছেন কিনা কীভাবে বুঝবেন? আপনাকে জানিয়ে দি, দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার আগে বেশ কিছু ইঙ্গিত দিয়ে থাকেন। আপনি যদি সেগুলো না জেনে থাকেন, চটপট করে পড়ে ফেলুন এই প্রতিবেদন এবং জেনে নিন আপনার গৃহে দেবী লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন কিনা!
■ লক্ষ্মী আসার ইঙ্গিত:
১. বাড়িতে কালো পিঁপড়ের আগমন ঘটলে: আপনি যদি দেখেন যে, বাড়ির প্রবেশদ্বার থেকে কালো পিঁপড়ে বেরোচ্ছে, তাহলে বুঝবেন বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে।
২. হাত চুলকানোর ঘটনা ঘটলে: আপনার যদি হাত চুলকায়, তাহলে বুঝবেন যে বাড়িতে লক্ষ্মী আসছে। বাস্তুশাস্ত্রে এই ঘটনাকে লক্ষ্মী লাভের ইঙ্গিত বলে বর্ণনা করা হয়েছে। পুরুষ ও নারী হিসাবে যদিও ভিন্ন ভিন্ন নির্দেশিকা রয়েছে। ছেলেদের বাম হাত চুলকালে এবং মেয়েদের ডান হাত চুলকালে সংশ্লিষ্ট মানুষদের লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি এর উল্টো ঘটে। অর্থাৎ যদি ছেলেদের ডান হাত ও মেয়েদের বাম হাত চুলকায় তাহলে তাঁদেরকে আর্থিক ক্ষতি মুখে পড়তে হতে পারে।
৩. জল ভর্তি কলসী দর্শন করলে: কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে বেরনোর সময়ে যদি আপনি কারোর কাছে জলের কলসী তথা জলে পরিপূর্ণ কলসী দেখতে পান, তাহলে বুঝবেন খুব শীঘ্রই ভালো দিন শুরু হতে চলেছে। বাস্তুশাস্ত্রে এই ঘটনাকে সাফল্য বয়ে আনার ইঙ্গিতরূপে বর্ণনা করা হয়েছে।
৪. আকন্দ গাছ দেখতে পেলে: বাড়ির দরজার কাছে আকন্দ গাছ গজিয়ে উঠতে দেখা গেলে তা ভালো সময়ের ইঙ্গিত দেয়। এর অর্থ ঐশ্বর্যপূর্ণ ভবিষ্যৎ খুব শ্রীঘই জীবনে আসতে চলেছে।
৫. সাদা রঙের গরু দেখলে: সাদ রঙের গরু দেখার ঘটনা ইতিবাচক বার্তা বহন করে। বাড়ির বাইরে বেরনোর সময়েই এই ঘটনা ঘটলে তা খুবই শুভ বলে দাবি করা হয়। সাদা গরু দেখতে পেলে রুটি বা ছোলা গুড় খাইয়ে তার সেবা করতে হবে।
৬. স্বপ্নে সোনা দেখলে: স্বপ্নে যদি কেউ সোনা দেখেন, তাহলে তা জীবনের জন্য খুবই ভালো বলে মনে করা হয়। স্বপ্নে সোনা দেখার অর্থ জীবনে অর্থ ও প্রতিপত্তির আগমন ঘটতে চলেছে।
৭. রাস্তার মাঝে টাকা পড়ে থাকলে: রাস্তায় চলার সময়ে অনেক সময়েই রাস্তার মাঝে টাকা পড়ে থাকতে দেখা যায়। জেনে রাখুন, এই ঘটনা শুভ ইঙ্গিত বহন করে। এর অর্থ হলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হবে। ফলস্বরূপ, কিছুদিনের মধ্যেই আপনার জীবনে আর্থিক পরিস্থিতি শুধরাতে দেখা যাবে।
৮. সকালবেলা ঘর ঝাঁট দেওয়ার ঘটনা দেখতে পেলে: বাড়ির বাইরে বা বাড়ির মধ্যে কোনো মানুষকে ঝাঁট দিতে দেখলে আপনার কপালে দেবী লক্ষ্মীর আশীর্বাদের বর্ষণ হতে চলেছে। এই ঘটনা আপনার জীবনে অর্থাভাব দূর করার পথ প্রশস্ত করবে।