বয়স কেবল সংখ্যা মাত্র! ফুল এনার্জিতে দুর্দান্ত নাচলেন বৃদ্ধা ঠাকুমা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়
বৃদ্ধাটিকে ক্লাসিকাল গানে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। তাঁর নাচে একদমই বয়সের ছাপ দেখা যায়নি।

সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে বিভিন্ন রকমের প্রভাব ফেলতে পারে। কেউ দাবি করেন এই সোশ্যাল মিডিয়া সমাজের উপরে নেতিবাচক প্রভাব ফেলে, আবার কেউ দাবি করেন এটি সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলে। অভিজ্ঞতা অনুযায়ী দাবি যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে যে মানব জীবনে বিস্তর প্রভাব ফেলছে তা অস্বীকার করার উপায় নেই।
সোশ্যাল মিডিয়ার হাত ধরে যেমন প্রতিভার প্রচার করার সুযোগ পাওয়া যায়, তেমনই অর্থ উপার্জনেরও পথ উন্মুক্ত হতে দেখা গেছে। এই প্ল্যাটফর্মগুলোর জন্য বহু মানুষ হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আট থেকে আশি সবাইকেই নিজের মতো করে গান ও নাচ প্রকাশ করতে দেখা গেছে। সম্প্রতি এক বৃদ্ধার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল।
ভাইরাল ভিডিওটিতে বৃদ্ধাটিকে ক্লাসিকাল গানে খুবই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। তাঁর নাচে একদমই বয়সের ছাপ দেখা যায়নি। বেশ নিখুঁতই ছিল তাঁর নাচের স্টেপগুলো। মহিলা বৃদ্ধা হলেও তাঁর প্রতিভায় দক্ষতার অভাব দেখা যায়নি। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের মনের ইচ্ছে প্রকাশ করার এক জলজ্যান্ত উদাহরণ হলেন বৃদ্ধা। ভিডিও থেকে স্পষ্ট বোঝা যায় যে, পরিবারের চাপেও তাঁর প্রতিভা ম্লান হয়নি।
ভিডিওটিতে বৃদ্ধাকে সাদা ও নীল ফ্লোরাল প্রিন্ট যুক্ত হালকা সাদা রঙের সিন্থেটিক শাড়ি ও সাদা ব্লাউজ, কপালে সাদা টিপ পরে মাথার সাদা চুল পরিপাটি করে বেঁধে খুব সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করতে দেখা যায়। বৃদ্ধার মুখের অমলীন হাসি তাঁর নাচে আরও পূর্ণতা দেয়।