অবিকল মানুষের স্টাইলে নাচ গান করে তাক লাগালেন খুদে টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও
সবুজ টিয়াপাখিকে তাঁর মালিকের গানে তাল মিলিয়ে নাচতে দেখা গেছে। টিয়াপাখিটির মালিক মূলত এক জনপ্রিয় হিন্দি গান করেন।

নেটদুনিয়ায় নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। দীর্ঘ লেন্থের সম্পূর্ণ ভিডিও, শর্ট লেন্থের রিল ভিডিও প্রভৃতির সমাহার হল সোশ্যাল মিডিয়া। কিছু ভিডিওতে সাধারণ মানুষের নানান রকমের কান্ডকারখানা দেখা যায়। কিছু ভিডিওতে পোষ্যদের নানান রকমের অদ্ভুত আচরণ দেখা যায়। অবলা প্রাণীদের মধ্যেও যে খুনসুটি করার ইচ্ছে থাকতে পারে, তা কিছু ভিডিও না দেখলে বুঝতেই পারা যেত না।
কোনো ভিডিওতে বানরদের বাঘকে উত্যক্ত করতে দেখা যায়। আবার কোনো ভিডিওতে বানরজোড়াকে মানুষের মতোই ঝগড়ায় ব্যস্ত থাকতে দেখা যায়। এইসবের মাঝে এক বানরকে অপর বানরের অভিমান দূর করার চেষ্টা করার ভিডিও একাধিকবার দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও দুই টিয়াপাখির প্রেমে মত্ত থাকার ভিডিও দেখেছেন দর্শকরা। আবার কোনো টিয়াপাখিকে গানের তালে নাচ করতেও দেখেছেন নেটিজেনরা।
সম্প্রতি টিয়াপাখিদের এমনই এক ভিডিও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা গেল। ভিডিওটিতে একটি সবুজ টিয়াপাখিকে তাঁর মালিকের গানে তাল মিলিয়ে নাচতে দেখা গেছে। টিয়াপাখিটির মালিক মূলত এক জনপ্রিয় হিন্দি গান করেন। গানটি ছিল ১৯৬৬ সাড়ে মুক্তি পাওয়া ‘তিসরি কসম’ (Teesri Kasam) সিনেমার ‘সজন রে ঝুট মাত বোলো’ (Sajan Re Jhoot Maat Bolo) গান। এই গান ক্যামেরার আড়ালে থাকা টিয়াপাখির মালিক গাইতেই টিয়াপাখিটিকে লাফিয়ে ঝাঁপিয়ে নাচ করতে দেখা যায়।
টিয়াপাখির আচরণ দেখে নেটিজেনরা খুবই খুশি হয়েছেন। খোলা আকাশের নিচে থাকার পরেও পাখিটিকে উড়ে যেতে দেখা যায়নি। তার মালিকের কাছেই থেকে গিয়ে দেওয়ালের পাঁচিলে বসে নাচ করতে থাকে সবুজ টিয়াপাখিটি। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মিঠু তোতা’ (Mithu Tota) নামক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ৯৩ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ২৭৮ হাজার মানুষ পছন্দ করেছেন।