হুবহু মানুষের মতো ঝগড়া করছে শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

ভিডিও থেকে জানা গেছে শালিক পাখিটির নাম হল সোনা। এক ব্যক্তি তাঁকে 'বাপি' বলে ডাকলে তাঁকে সাড়া দিতে দেখা যাচ্ছে।

শালিক পাখি মূলত বৃক্ষচর পাখি। এরা মূলত মাঝারি ও ছোট আকারের হয়। শালিক পাখি মূলত স্টার্নিডি (Sturnidae) গোত্রের অন্তর্গত। এই গোত্রের নামটির উৎপত্তি ল্যাটিন শব্দ ‘স্টারনাস’ (Sturnus) থেকে। ‘স্টারনাস’ শব্দের অর্থ হল শালিক। এই শালিক পাখিকে দেখা যায় ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চলগুলোতে। শালিকের বিশেষ কিছু প্রজাতি হাওয়াই, উত্তর আমেরিকা ও নিউজিল্যান্ডে দেখা যায়।

শালিক মাত্র এক প্রকারের নেই, নানান রকমের আছে। গো শালিক, ঝুঁটি শালিক, ভাত শালিক, বামন শালিক, গাঙ শালিক প্রভৃতি রয়েছে। গো শালিক মূলত হলুদ রঙের মণি বিশিষ্ট কমলা-হলুদ রঙের চঞ্চু বিশিষ্ট হয়। অপরদিকে ঝুঁটি শালিকের মাথায় ঝুঁটি থাকায় এর এমন নাম। ভাত শালিক আবার গাঢ় বাদামি রঙের হয়। এদের পা ও চঞ্চু উজ্জ্বল হলুদ রঙের হয়।

শালিক পাখির স্বরযন্ত্র আর পাঁচটা পাখির থেকে আলাদা, বেশ জটিল প্রকৃতির। এরা স্বর ওঠানামা করায় সক্ষম। ফলস্বরূপ, এরা অন্যদের স্বর ও কথা নকল করতে পারে। সম্প্রতি শালিক পাখির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি শালিক পাখিকে মানুষের মতো কথা বলতে দেখা গেছে। ভিডিও থেকে জানা গেছে শালিক পাখিটির নাম হল সোনা। এক ব্যক্তি তাঁকে ‘বাপি’ বলে ডাকলে তাঁকে সাড়া দিতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে শালিকটির দুষ্টুমিও ক্যামেরাবন্দি হতে দেখা গেল। বাড়ির উঠোনে একটি থালা পড়েছিল। শালিকটি সেই থালাটি চঞ্চুর সাহায্যে ঠ্যালা দিয়ে উল্টে দেয় ও উঠোনে ঘুরে বেড়াতে থাকে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আরজেস ভিডিও জোন’ (RJs Video Zone) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৪.৭ মিলিয়ন পার হয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১৫ হাজার অতিক্রম করে ফেলেছে।