পাইথনের পেট কেটে বের করা হল আস্ত কুমির, ভাইরাল ভিডিও দেখে শিঁউড়ে উঠলেন নেটিজেনরা
সাপের পেট থেকে বেরিয়ে আসা কুমিরের পরিমাপও। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে যে, পাইথন সাপটির দৈর্ঘ্য মোটামুটি ১৮ ফুটের মতো এবং সাপটির পেট থেকে উদ্ধার হওয়া এলিগেটরের দৈর্ঘ্য ৫ ফুটের মতো।

পাইথন সাপের নাম শুনলেই মানুষের চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা হয়ে যায়। এর মধ্যে অনেক রকমের পাইথন রয়েছে। আলোচনায় বিষয় হয়ে ওঠা এক প্রকারের পাইথন হল ‘বার্মিজ পাইথন’ (Burmese Python)। এই সাপের বিজ্ঞানসম্মত নাম ‘পাইথন বিভিট্টাটুস’ (Python Bivittatus)। এটি বিশ্বের অন্যতম দীর্ঘতম সাপ বলে দাবি করা হয়। এর দৈর্ঘ্য মোটামুটি ২০ ফুট হতে পারে। সম্প্রতি এই সাপের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরেই শোরগোল ফেলে দিতে দেখা গেল।
ভিডিওটিতে একটি পেট ফোলা বার্মিজ পাইথন সাপকে দেখতে পাওয়া যায়। এই দৃশ্য দেখে আর বুঝতে বাকি থাকে না যে, সাপটি কোনো বড়ো আকারের প্রাণীকে খাদ্যরূপে গ্রহণ করার উদ্দেশ্যে তাকে পুরোই গিলে ফেলেছে। অজগর সাপের পেটের ভিতরে থাকা অবস্থায় যদিও প্রাণীটির মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি।
কিছু মানুষ সাপটির পেট কাটতেই যা বেরোল, তা দেখে অবাক হয়ে যান নেটিজেনরা। পেটটা কাটার পরেই দেখতে পাওয়া যায় এক বিশালাকার সরীসৃপ প্রজাতির প্রাণীকে। পাইথনের পেটের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখা যায় এক এলিগেটরকে (Alligator)। সাপের পেটের ভেতর থেকে এক আস্ত এলিগেটর বেরিয়ে আসতে দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা।
ভিডিওটিতে জানানো হয়েছে সাপের পেট থেকে বেরিয়ে আসা কুমিরের পরিমাপও। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে যে, পাইথন সাপটির দৈর্ঘ্য মোটামুটি ১৮ ফুটের মতো এবং সাপটির পেট থেকে উদ্ধার হওয়া এলিগেটরের দৈর্ঘ্য ৫ ফুটের মতো। উদ্ধারকারী দলের দাবি এই পাইথন সাপটি হল বার্মিজ পাইথনই (Burmese Python)। ১৮ ফুট বিশিষ্ট সাপের ভেতর থেকে ৫ ফুট বিশিষ্ট এলিগেটর বেরোনোর ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ভিডিও পোস্ট করা হয়েছে ‘রুসিকমুরে’ (Rosiekmoore) নামক একটি ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটিকে কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা। ভিডিওটির লাইকের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গেছে।