গর্ত থেকে উঁকি মারছে সাপের গোটা পরিবার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

গর্তটির মধ্যে সাপের পুরো একটি পরিবার বাস করছে। কিছু সাপকে জিভ বের করে ফোঁসফাঁস করতে দেখা যায়। কিছু সাপকে আবার এদিকওদিক চরে বেড়াতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া সাপের নানান রকমের ভিডিও (Snake Video) বিচরণ করতে দেখা যায়। এই ভিডিওগুলোতে সাপ সংক্রান্ত নানাম রকমের দৃশ্য দেখতে পাওয়া যায়। কোনো ভিডিওতে দুই সাপের লড়াইয়ের দৃশ্য দেখতে পাওয়া যায়, আবার কোনো ভিডিওতে বেজির হাতে সাপের শিকারের দৃশ্য দেখতে পাওয়া যায়। কিছু ভিডিওতে আবার সাপেদেরকে লোকালয়ে পৌঁছে যেতে দেখা যায়।

সাপের ভিডিও যেমনই হোক না কেন, তা সাধারণ মানুষের মনে ত্রাসের সঞ্চার ঘটাতে সক্ষম। ১৮ ফুট লম্বা বিশালাকার অজগর হোক বা হাতের তালুতে চরে বেড়ানো ছোট্ট সাপ সবই মানুষের মনে আতঙ্ক দৃষ্টি করতে সক্ষম। গাঢ় কালো রঙের সাপ হোক বা হলুদ-সবুজ রঙের সাপ, বিষধর প্রকৃতির হলে তা কামড়ালে মানুষের প্রাণও কেড়ে নিতে পারে।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সাপের। এই ভিডিও কিন্তু ‘একটি’ সাপের ছিল না, এটি আসলে একাধিক ‘সাপেদের’ ভিডিও ছিল। ভিডিওর শুরুতে একটি গর্ত দেখতে পাওয়া যায়। এই গর্ত থেকেই কিলিবিলিয়ে সাপ বেরোতে দেখা যায়। এটি দেখে বুঝতে বাকি থাকে না যে, গর্তটির মধ্যে সাপের পুরো একটি পরিবার বাস করছে। কিছু সাপকে জিভ বের করে ফোঁসফাঁস করতে দেখা যায়। কিছু সাপকে আবার এদিকওদিক চরে বেড়াতে দেখা যায়। এর মধ্যে কিছু সাপকে আবার অবাক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। মজার ব্যাপার হল, সাপগুলোর চাউনি বেশ দেখার মতো ছিল। গোলগোল চোখে সাপগুলোকে এক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সারভাইভাল অ্যানিম্যাল’ (Survival Animal) নামক এক ফেসবুক পেজ থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৫.৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৮৪ হাজার অতিক্রম করে ফেলেছে।