জনপ্রিয় নায়িকার মুখে চরম দুর্গন্ধ, তারপরও চুম্বন দৃশ্যে হার মানেননি ইমরান হাশমি
বলিউডের সিরিয়াল কিলার হিসেবে পরিচিত অভিনেতা হলেন ইমরান হাশমি (Emraan Hashmi)। চুম্বন দৃশ্যের কারণে বলিউডের পরিচালকদের কাছে প্রথম পছন্দের অভিনেতা তিনি।

বলিউডের সিরিয়াল কিলার হিসেবে পরিচিত অভিনেতা হলেন ইমরান হাশমি (Emraan Hashmi)। চুম্বন দৃশ্যের কারণে বলিউডের পরিচালকদের কাছে প্রথম পছন্দের অভিনেতা তিনি। বলিউডের এমন কোনো অভিনেত্রী নেই যার সাথে তিনি চুম্বন দৃশ্যে অভিনয় করেননি। আর এর কারণেই তিনি বলিউডের চুম্বনের দেবতা হিসেবে পরিচিত। তবে বহু অভিনেত্রীদের সাথে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেও একসময় অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়েছিল অভিনেতাকে।
View this post on Instagram
‘মার্ডার’ সিনেমায় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)-এর সাথে সেই চুম্বনের দৃশ্যটা সকলের মনে আছে নিশ্চয়ই? যা দর্শকদের এক সময় অত্যন্ত পছন্দ হয়েছিল। এমনকি অভিনেতাও মল্লিকাকে তাঁর বেস্ট কিসিং পার্টনার বলে অভিহিত করেছেন। কিন্তু একসময় এই অভিনেত্রীর সাথেই চুম্বনের দৃশ্যের অভিনয় করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পরতে হয়েছিল অভিনেতাকে। যার কারণ অভিনেত্রীর মুখে ছিল অত্যন্ত খারাপ গন্ধ। তবে ততক্ষণে শর্ট রেডি হয়ে ক্যামেরাও চালু হয়ে গিয়েছিল। ফলে একপ্রকার বাধ্য হয়েই অভিনেত্রীর সাথে চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল ইমরানকে।
View this post on Instagram
যেহেতু ইমরান চুম্বনের দৃশ্যে সিদ্ধহস্ত তাই অনেকেই অভিনেতাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি চুম্বনের দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করেন কিনা। এতে অভিনেতা জানান, সমস্ত অভিনেতা ও অভিনেত্রীরা পরস্পরের পরিপূরক। যেহেতু পুরোটাই অভিনয় সে কারণে তিনি এধরনের দৃশ্যে অভিনয় করতে বিন্দুমাত্র অস্বস্তি বোধ করেন না।
তবে অস্বস্তি বোধ না করলেও বর্তমানে তিনি আর এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি হন না। যার কারণ হিসেবে তিনি বলেন, তাঁর ছেলে বড় হচ্ছে। আর একজন বাবা হয়ে তিনি চান, তাঁর ছেলে যেন তাঁর অভিনীত সিনেমা দেখে কোনোভাবে অস্বস্তিবোধ না করে। যার কারণে তাঁকে আর আগের মতো চুম্বনের দৃশ্য অভিনয় করতে দেখা যায় না। তবে বর্তমানে চুম্বনের দৃশ্যে অভিনয় না করলেও অন্যভাবে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।