Tollywood: রাজ-শুভশ্রীর পর টলিউডে আবার খুশির খবর, ফের বাবা হতে চলেছেন সুপারস্টার জিৎ
বিরাট সুখবর! দ্বিতীয়বার বাবা হচ্ছেন জিৎ, স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করলেন অভিনেতা

Tollywood: ডিসেম্বরেই দ্বিতীয়বার বাবাঁ হতে চলেছেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। খুশির খবর শেয়ার করার পরেই দুদিন আগে সাধের অনুষ্ঠান হয়ে গেল শুভশ্রীর। তবে শুধুই রাজ-শুভশ্রী নয় এবার সুখবর শোনালেন অভিনেতা জিৎ (Jeet)। দ্বিতীয় বার বাবা হতে চলেছেন নায়ক। সমাজমাধ্যমের পাতায় বিশেষ ছবি পোস্ট করে ঘোষণা করলেন জিৎ নিজেই। মোহনা মদনানির (Mohona Madnani) দ্বিতীয়বার মা হবার খুশিতে সবাই কার্যত আবেগে ভেসেছেন।
বিশেষ ফোটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।” নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, খুব বেশি দিন দেরি নেই। আর কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান। তবে তাঁদের প্রথম কন্যা কিন্তু এখন ১১ বছর বয়স। তাই এই বিষয় নিয়ে অনেকেই সেলেব কাপলকে সাহসী বলেছেন।
এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নায়কের কমেন্ট বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়ঙ্কা ত্রিপেদী সেই তালিকায় আছেন সকলেই। প্রিয়াঙ্কা লেখেন, “দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের।” অঙ্কুশ লিখেছেন “তোমাদের শুভেচ্ছা জিৎদা।” নুসরত লিখেছেন -‘অভিনন্দন পুরো পরিবারকে’। সাধারণ মানুষেরাও কার্যত শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছে জিত ও সম্পূর্ণ পরিবারকে।
কেরিয়ারের উর্দ্ধ সীমায় বিরাজ করছেন জিৎ-র। শীঘ্রই মুক্তি পাবে ‘মানুষ’। সদ্য প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। গণেশ চতুর্থী উপলক্ষ্যে ভক্তদের চমক দিলেন অভিনেতা। ফের একবার ভিন্ন রকম গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। অ্যাকশন, রোম্যান্স, ইমোশনের আলাদা গল্প নিয়ে আসছে মানুষ। সুস্মিতা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী প্রমুখ কলাকুশলীদের দেখা যাবে। এর আগে তাঁর ‘চেঙ্গিজ’ (Chengiz) সিনেমাটি প্রথমবার বিভিন্ন ভাষায় একইদিনে প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছিলো।