গভীর রাতে ছোট পোশাকে উদ্দাম পার্টিতে মত্ত জাহ্নবী কাপুর, ভিড়ের মাঝে এ কি ঘটনা ঘটালেন অভিনেত্রী?
বর্তমান প্রজন্মের বলিউডের একজন অতি জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

বর্তমান প্রজন্মের বলিউডের একজন অতি জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। এমন কোনো সিনেমারপ্রেমী নেই যারা এই অভিনেত্রীকে চেনেন না। বর্তমানে ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত জনপ্রিয় নাম এটি। বিটাউনে প্রায়ই চর্চা চলে এই অভিনেত্রীকে নিয়ে। নানা বিষয় নিয়ে লাইম লাইটে উঠে আসতে দেখা যায় অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। কোনো না কোনো কারণে সর্বদাই চর্চায় জড়িয়ে থাকেন তিনি।
সম্প্রতি অভিনেত্রীর একটি নতুন ভিডিও ক্লিপ সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সাথে ডিনার ডেটে যেতে। আর সেখানেই কোনো এক পাঁচতারা রেস্তোরাঁর বাইরে ধরা পরেছেন তিনি পাপারাজ্জিদের ক্যামেরার সামনে। আর এই ভিডিওই এখন সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল। পাশাপাশি অভিনেত্রীর হট লুকে ঘায়েল হয়েছেন তাঁর অগণিত ভক্তের দল।
সম্প্রতি ভাইরাল হওয়া অভিনেত্রী ভিডিওটিতে তাঁকে দেখা যাচ্ছে তাঁর অত্যন্ত কাছের দুই ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে ও সানায়া কাপুরের সাথে। আর তাঁদের সাথে ছিল অভিনেত্রীর বিশেষ বন্ধু ওরহানও। আর স্বাভাবিকভাবেই এতজন তারকাকে একসাথে দেখতে পেয়ে রীতিমতো ভিড় জমে গিয়েছিল সেখানে। যদিও নিজেকে একেবারেই সংযত করে নিয়েছিলেন অভিনেত্রী জাহ্নবী। এরপর অভিনেত্রীকে দেখা যায় তিনি বন্ধু ওরহানের হাত ধরে সেখান থেকে বেরিয়ে যান। আর তাঁদের পেছনেই দেখা যায় অভিনেত্রী অনন্যা ও সানায়ার হাসিমুখ।
মূলত তারা নৈশভোজের উদ্দেশ্যেই সেই নামিদামি রেস্তোরায় গিয়েছিলেন। তারা ভেবেছিলেন সেখানে বন্ধু-বান্ধবদের সাথে শান্তিতে সময় কাটাবেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁদের। কারণ কোনো না কোনোভাবে খবর পেয়ে পাপারাজ্জিদের দল সেখানে পৌঁছে যায়। আর ক্যামেরা বন্দি করে নেয় অভিনেত্রী ও তাঁর বন্ধুদের। উল্লেখ্য, ভিডিওটিতে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে দেখা যাচ্ছিল একটি হলুদ রঙের স্লিভলেস, ডিপনেক ক্রপটপ ও গাঢ় সবুজ রঙের শর্ট স্কার্টে। যার কারণে তাঁর এই ভিডিওটি থেকে ঘায়েল হয়েছেন তাঁর পুরুষ অনুগামীরা।