অত্যাচারী শ্বাশুড়িকে শায়েস্তা করতে কঠিন সিদ্ধান্ত নিল শিমুল, ফাঁস হল ধুন্ধুমার পর্ব
শিমুল স্পষ্ট তাঁর শাশুড়িকে জানিয়ে দিচ্ছে রান্না সে করতে পারলেও ঘর মোছা ও কাপড় কাঁচা সে করতে পারবে না।

বেশি ঘি দিয়ে পোলাও, কিংবা শশুর বাড়ির অমতে গিয়ে পাড়ার অনুষ্ঠানে নাচ। এসব কিছুই যেন শিমুলের জীবনে সম্পূর্ণভাবে অশান্তি ডেকে আনার জন্যই তৈরী থাকে। শাশুড়ির সাথে বিয়ের দিন থেকে আদা কাঁচকলা সম্পর্ক শিমুলের। স্বামী কিংবা দেওর কেউই তাঁর সাথে ভালো ব্যবহার করেননা। তবে সেসব ছেড়ে কার্যত আবারো একটি বড়ো পদক্ষেপ নিতে চলেছে শিমূল। স্টার জলসার তরফ থেকে যা কার্যত কয়েক ঘন্টা আগেই সামনে এসেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, শিমুল স্পষ্ট তাঁর শাশুড়িকে জানিয়ে দিচ্ছে রান্না সে করতে পারলেও ঘর মোছা ও কাপড় কাঁচা সে করতে পারবে না। এমনকি একইসঙ্গে সে জানিয়ে দেয়, দু’দিন ছুটি লাগবে তার। পাড়ার বউরা সবাই মিলে ঘুরতে যাচ্ছে। তাই, শিমূল জানিয়ে দেয়, সেও যাবে। এই শুনে তো শাশুড়ির চোখ কপালে উঠে যায়। শেষ পর্যন্ত কী হয়, কীভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় শিমূল, তা দেখার অপেক্ষায় দর্শকরা।
অন্যদিকে প্রমোতে দেখা যায়নি তাঁর স্বামীকে। দিন কয়েক আগের এপিসোডেই দেখা গেছে অত্যাচার সহ্য না করতে পেরে শিমুল নিজের বাড়িতে চলে গিয়েছিল। তবে কি আবার সব ভুলে শশুর বাড়িতেই ঘর করতে ফিরে আসবে শিমুল। তা যদিও আজ সন্ধে ৬:৩০ মিনিট থেকে জানা সম্ভব হবে।
এই ধারাবাহিকের জনপ্রিয়তা যার হাতে রয়েছে তিনি হলেন শিমুল তথা মানালি দে। ওপর দিকে তাঁর দজ্জাল শাশুড়ি রীতা দত্ত চক্রবর্তী। এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি পা থেকে মাথা পর্যন্ত নেগেটিভ। তাঁর বড় ছেলের বউ শিমুলের কোনও কিছুই ভালো লাগে না তাঁর। এছাড়াও বউমাকে সব সময় ঘরে আটকে রাখা, পাড়ার কারও সঙ্গে মিশতে না দেওয়ারও প্রবণতা রয়েছে। পরাগের মায়ের এই ভিলেন রুপ দেখে একেবারে রাগে ফুঁসতে থাকে দর্শক। কিন্তু আজকের প্রমো দেখে বোঝা যাচ্ছে এবার কাউন্টার অ্যাটাক করতে প্রস্তুত শিমুল।