পোষ্যর সঙ্গে খেলতে গিয়ে যা বেরিয়ে এলো নিকির, দেখে তাজ্জব হয়ে যাবেন

'বিগ বস' (Big Boss)।‌ আর এই রিয়েলিটি শোয়ের ১৪ তম সিজনে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল 'নিকি তাম্বোলির'-কে।‌

Hot Video: সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিওর রমরমা। এমন কোনো টপিকের ভিডিও নেই যা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতে দেখা যায় না। মানুষ থেকে শুরু করে পশুপাখি প্রত্যেকেরই ভিডিও প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে এই সাইবার দুনিয়ায়। যার কারণে তারকাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বহু সাধারণ মানুষও পরিণত হচ্ছেন তারকায়। আর এর প্রমাণ এর আগে বহুবার মিলেছে বহুভাবে।

টলিউড হোক কিংবা বলিউড উভয় ইন্ডাস্ট্রির তারকাদের জীবন সম্পর্কে জানতে প্রতিটি মানুষেরই আগ্রহ তুঙ্গে। নিজেদের প্রিয় তারকারা কি খাচ্ছেন, কি পড়ছেন, কোথায় যাচ্ছেন তা নিয়ে ভীষণ আগ্রহ দেখা যায় দর্শকমহলে। ‌এমনকি তারকারাও নিজেদের লাইফ স্টাইল শেয়ার করার মাধ্যমে সর্বদা জড়িয়ে থাকেন নিজের অনুগামীদের সাথে। প্রতিনিয়তই তাদের জীবনের নানারকম আপডেট তারা তুলে ধরেন সোশ্যাল মাধ্যমে।

সম্প্রতি সেরকমই একজন জনপ্রিয় তারকার ভিডিও তুমুল ভাইরাল হতে দেখা গেল নেট দুনিয়া জুড়ে। হিন্দি টেলিভিশন জগতের একটি অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হলো ‘বিগ বস’ (Big Boss)।‌ আর এই রিয়েলিটি শোয়ের ১৪ তম সিজনে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল ‘নিকি তাম্বোলির’-কে।‌ যার কর্মজীবন মডেলিং এর মাধ্যমে শুরু হলেও তিনি মূলত জনপ্রিয়তা পেয়েছিলেন বিগবস এর মাধ্যমেই। বর্তমানে তিনি গোটা ভারতের একজন গ্ল্যামারাস মডেল। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে তার অগণিত ফলোয়ার্স। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এবার উষ্ণতা ছড়াতে দেখা গেল অভিনেত্রীকে।

 

View this post on Instagram

 

A post shared by Nikki Tamboli (@nikki_tamboli)

কিছুদিন আগে অভিনেত্রী নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে নিজের একটি রিলস ভিডিও শেয়ার করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে নিজের পোষ্যের সাথে খুনসুটি করতে। ‌ তিনি নিজের পোষ্যের সাথে এতটাই ব্যস্ত যে তার কোনোদিকেই খেয়াল নেই।‌ আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে না হতেই তা রীতিমতো ছড়িয়ে পরে গোটা নেট দুনিয়া জুড়ে। বর্তমানে প্রায় কয়েক লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটিকে। এমনকি ভিডিওটিতে কেবলমাত্র লাইক পড়েছে ১ লক্ষের বেশি। অর্থাৎ নিকির এই ভিডিওটি যে সকলেরই ভীষণ নজর কেড়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।