Puja Banerjee: দিন দিন লাস্যময়ী হয়ে উঠছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি, স্নিগ্ধ রূপে পাগল হলেন নেটজনতা

পূজার শরীরে আছে শুধুই একফালি ব্রালেটে যা ভাইরাল হয়ে উঠেছে। তাঁর পরনে দেখা গেল সাদা রঙের কাজ করা ঘাগড়া ও রুপোলি রঙের ব্রালেটে। পূজার শরীরের বেশিরভাগ অংশ ক্যামেরায় স্পষ্ট।

Puja Banerjee: ৩৬ বছর বয়সে পা দিয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জী (Puja Banerjee)। তবে তাঁর যৌবনের আগুনে এখন পুড়তে রাজি আট থেকে আশি। নিয়মিত অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়াতে তাঁর বোল্ড লুকে কাবু সকলে। ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার্স আছে যেখানে ওয়েস্টার্ন, সুইমিং সুট কিংবা ছোট পোশাকের ফটোতে সবার মন কেড়ে নেয় বঙ্গতনয়া। আয়েদিন তিনি ভাইরাল হয়ে যায়। আর সেখানেই যুক্ত হলো আরও একটি ফটো।

Puja Banerjee Photo:

Puja Banerjee

পূজার শরীরে আছে শুধুই একফালি ব্রালেটে যা ভাইরাল হয়ে উঠেছে। তাঁর পরনে দেখা গেল সাদা রঙের কাজ করা ঘাগড়া ও রুপোলি রঙের ব্রালেটে। পূজার শরীরের বেশিরভাগ অংশ ক্যামেরায় স্পষ্ট, যা দুর্দান্ত লাগছে চাক্ষুস করতে। বক্ষবিভাজকা স্পষ্ট। যৌবন যেন উপচে পড়েছে তার। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরা দিয়েছে এক লাস্যময়ী রূপে।

Puja Banerjee Photo:

আবার অন্য ফটোতে কালো রঙের নাইট ড্রেসে দেখা গেছে তাঁকে। ছোট পোশাকের উপরেই নেটের তৈরী পোশাক পড়েছে। যার ফলে শরীরের অনেকটা অংশ দেখা গেছে। তার যৌবন ভরা রূপ দেখে যে কোনো পুরুষ গলে যেতে বাধ্য। মা হবার পরেও কিভাবে নিজেকে এতসুন্দর রেখেছেন তা পূজাকে না দেখলে হয়তো বিশেস করা সম্ভব না।

Puja Banerjee Viral Photo:

বর্তমানে স্বামী কুনাল ভার্মা (Kunal Verma) ও ছেলে কৃষিভ (Krishiv) কে নিয়েই কাজের পরের সময়টা কাটিয়ে দেন নায়িকা। পূজা প্রথম বিয়ে করেন অরনয় চক্রবর্তীকে। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ২০২০ সালে হয় তাদের বিয়ে। তবে জানা যায় বিয়ের আগেই পূজা প্রেগনেন্ট হয়েছিলেন।

এখানে পড়ুন: নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না