Rituparna Sengupta : নির্লজ্জের সমস্ত সীমা পার করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ভুলেও পরিবারের সামনে দেখবেন না
টলিউড জগতে একটা সময় নায়িকা হিসেবে চরম আধিপত্য ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর।

Rituparna Sengupta : টলিউড জগতে একটা সময় নায়িকা হিসেবে চরম আধিপত্য ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। আর তার তথাকথিত নায়ক হিসাবে ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী। তাদেরকে রিল লাইফ কেমিস্ট্রি কারোর অজানা নয়। তবে মাঝের কিছু সময়ে ঋতুপর্ণা মেইনস্ট্রিম সিনেমা থেকে পিছিয়ে ছিলেন। ঋতুপর্ণা আজও ‘হার্টথ্রব’ বর্তমান প্রজন্মের কাছে। অভিনীত ছবির সংখ্যা কমে গেলেও ভক্তদের কাছাকাছি থাকেন ঋতুপর্ণা।
Rituparna Sengupta Photo:
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা রূপে, নানা অবতারে ধরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এইবারের রূপ ‘বিকিনি লুক’। প্রিন্টেড বিকিনিতে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। যদিও সম্পূর্ণ শরীরকে তিনি তুলে ধরেননি সকলের সামনে। শুধুমাত্র পেটের উপরিভাগ পর্যন্তই দেখা গেছে তাঁকে। এখনও তিনি যেন ৩০-এর সুন্দরী! প্রতিটি ফটোতে কার্যত আছে ভরপুর যৌনতা মূলক আবেদন।
Rituparna Sengupta Photo:
ছবি শেয়ার করে ঋতুপর্ণা লেখেন, ‘এই ছবি গুলো ‘দত্তা’ রিলিজের আগের!’ এই সময় বেড়াতে গিয়েছিলেন ঋতুপর্ণা! ছবি গুলি কয়েকদিন আগের হলেও, মুহূর্তে ভাইরাল সব ছবি! এর আগেও ঋতুপর্ণা তাঁর সাহসী অবতারের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছিলেন। তবে অভিনেত্রীর কমেন্ট বক্স বন্ধ করা যাচ্ছে জে কারণে একটিও কমেন্ট দেখা যাচ্ছে না। এর আগেও তাঁকে স্নানের পোশাকে দেখা গেলেও এই ছবি দর্শকদের বেশি গ্রাস করেছে।
View this post on Instagram
চলতি বছরের নভেম্বর মাসে ৫১ বছরে পা দেবেন অভিনেত্রী। এবার রাজনৈতিক সংঘাত হতে পারে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty) মধ্যে। না না রাজনীতির ময়দানে নয় বরং চরিত্রের খাতিরে। ইন্দ্রাশিস আচার্যের পরিচালনায় আসছে রাজনৈতিক থ্রিলার ‘গাজনের ধুলোবালি’। সেখানেই এবার দেখা যাবে ঋতুপর্ণাকে।
এখানে দেখুন : নির্লজ্জের সমস্ত সীমা পার করেছেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভুলেও বাচ্চাদের সামনে ক্লিক করবেন না