গোলাপি পোশাকে মোহময়ী শ্রাবন্তী, অভিনেত্রীর নতুন লুকে ঘায়েল নেটজনতা

শ্রাবন্তীকে মিষ্টি গোলাপি রঙের পোশাকে দেখতে পাওয়া যায়। ভিডিওটিতে তিনি শিফন কাপড়ের কাফতান ডিজাইনের পোশাক পরিহিত অবস্থায় চেয়ারে বসেছিলেন।

শ্রাবন্তীর নাম মানেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। ভালো হোক বা মন্দ বিভিন্নভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা যায় তাঁকে। শ্রাবন্তী মানেই রূপের বর্ষণ, শ্রাবন্তী মানেই ধামাকা মাচানো মন্তব্য। তাঁর রূপের আগুনে ঘায়েল হননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। মাঝে মধ্যে তাঁর দিকে কটু কথা ধেয়ে গেলেও তিনি পাত্তা দেন না। সবকিছুই এড়িয়ে তিনি নিজের শর্তে নিজের মতো করে জীবনযাপন করতে ভালোবাসেন।

অভিনেত্রী শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। যুগের সঙ্গে তালমিলিয়ে তিনি সোশ্যাল মিডিয়া বেশ জমিয়ে রেখে দেন। কখনও ফটো, আবার কখনও ভিডিও পোস্ট করার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকেন তিনি। কোনোটাতে তাঁর মিষ্টি হাসির ছটা দেখা যায়, আবার কোনোটাতে তাঁকে রূপের আগুনে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা সৃষ্টি করতে দেখা যায়।

সম্প্রতি শ্রাবন্তীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে শ্রাবন্তীকে মিষ্টি গোলাপি রঙের পোশাকে দেখতে পাওয়া যায়। ভিডিওটিতে তিনি শিফন কাপড়ের কাফতান ডিজাইনের পোশাক পরিহিত অবস্থায় চেয়ারে বসেছিলেন। পোশাকের সঙ্গে মানানসই স্টোন স্টাডেড কানের রিং, হাতে ব্রেসলেট পরেছিলেন তিনি। খোলা চুলে মুখে একগাল হাসি নিয়ে পা ক্রস করে বসে ক্যামেরার জন্য পোজ দেন তিনি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘ইয়াদো কি আলমারি’ (Yaadon Ki Almari) গান এবং এই গানেতে একটু হেসে দর্শকদের জন্য হাত নাড়ান অভিনেত্রী।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টলি প্ল্যানেট বাংলা’ (Tolly Planet Bangla) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। নতুন লুকে প্রিয় অভিনেত্রীকে দেখে খুবই খুশি অনুরাগীরা।