গর্ভবতী অবস্থায় জিমে শরীরচর্চায় মগ্ন শুভশ্রী, প্রকাশ্যে এল অভিনেত্রীর বেবি বাম্পের ছবি

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।‌ বর্তমানে যার দাপট গোটা ইন্ডাস্ট্রি জুড়ে।

Subhashree Ganguly: টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।‌ বর্তমানে যার দাপট গোটা ইন্ডাস্ট্রি জুড়ে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় কেরিয়ার সমস্ত কারণেই তিনি মাঝে মাঝে উঠে আসেন লাইম লাইটের পর্দায়।‌ একদিকে জনপ্রিয় অভিনেত্রী ও অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ঘরণী হওয়ার কারণে সর্বদাই তিনি থাকেন সংবাদের শিরোনামে।

আর মাত্র কিছু মাসের অপেক্ষা। ‌তারপরই অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তার দ্বিতীয় সন্তান। আপাতত অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসেই শুভশ্রীর পুত্র অর্থাৎ ইউভান পেতে চলেছে তার ছোট্ট ভাই অথবা বোন। যার কারণে অভিনেত্রীও নিজের অন্তঃসত্তাকে বেশ চুটিয়ে উপভোগ করছেন। এই অবস্থাতেই তিনি শুটিং করছেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে।

যদিও ইতিমধ্যে এই রিয়ালিটি শোয়ের অন্তিম পর্বের শুটিং শেষ হয়ে গিয়েছে। আর যার কারণে আবার শরীরচর্চায় মন দিয়েছেন তিনি। ‌যদিও অন্তঃসত্ত্বা চলাকালীন বিভিন্ন তারকাকেই দেখা যায় নিয়মিত শরীরচর্চা করতে। আর সেদিক থেকে পিছিয়ে নেই অভিনেত্রী শুভশ্রীও। তবে অভিনেত্রীর প্রথম অন্তঃসত্ত্বায় তিনি সেভাবে শরীরচর্চার সুযোগ পাননি। কারণ ইউভান গর্ভে থাকাকালীন গোটা দেশজুড়ে চলছিল লকডাউন। যার কারণে অভিনেত্রীর শরীরচর্চায় বাধা হয়ে দাঁড়ায় এটি।

তবে দ্বিতীয়বার অন্তঃসত্তা হয়ে সেই সুযোগ হারাতে চান না অভিনেত্রী। ‌যার কারণে তিনি বর্তমানে নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করছেন‌। সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেন। ‌ যেখানে তাকে দেখা যাচ্ছে একটি ঢিলেঢালা পোশাক পড়ে জিমে গিয়ে শরীরচর্চা করতে। যেখানে তার বেবিবাম্প অত্যন্ত স্পষ্ট। আর এই ছবিটি অভিনেত্রী কোনোরকম ক্যাপশন ছাড়াই পোস্ট করেছেন নিজের ইন্সটা হ্যান্ডেলে।