Tithi Basu: অতিরিক্ত মেদ ঝরিয়ে হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন মা সিরিয়ালের ঝিলিক, ভাইরাল ছবি
তিথির বাস্তব জীবনের চাইতে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয় ভক্তমহলে। অল্প বয়সেই প্রেমে পড়েছিলেন অভিনেত্রী তিথি বসু।

Tithi Basu: বাংলা টেলিভিশনে বেশ জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন কেড়েছেন এই অভিনেত্রী। স্টার জলসার পর্দায় ‘মা’ ধারাবাহিকে ছোট্ট ‘ঝিলিকের’ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তবে তিথি এখন বেশ অনেকটাই বড়ো হয়ে গেছেন। বিভিন্ন সময় অভিনয় বাদে বিভিন্নন কারণে তিনি খবরের শিরোনামে থাকেন। এতদিন ধরে নেটদুনিয়ায় ছবি শেয়ার করলেই ট্রোল হতে হয়েছে তিথিকে। তবে পাল্টা কোনো জবাব দেননি তিনি। এবার বরং সেই ট্রোলারদের গালের সপাটে চড় মারলেন তিনি।
Tithi Basu Photos:
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। কিভাবে তিনি নিজেকে এতো ফিট ও মেডহীন বানালেন সেই কথাই লিখেছেন। তিনি লিখেছেন, যখন সবাই তাঁকে বডিশেমিং করতেন, তাঁকে নিয়ে মজা করতেন সেগুলি তাঁকে সাহায্য করত তাঁর ফিটনেস গোলের দিকে এগিয়ে যেতে। প্রতিদিন ওয়ার্কআউট ও নিজের ইচ্ছা মতো খাবার খান। ট্রোলারদের পাত্তা দেন না তিনি। তাই তো চুপ করে নিজের কাজ করে যান।
তিথি আরও লেখেন, কিভাবে প্রতিদিন তাঁকে বিভিন্ন মানুষের কটূক্তি শুনতে হতো। তবে সে একটা দিনের জন্য থেমে যায়নি। বরং সেই কথা মাথায় রেখেই সে এমন বডি তৈরী করেছে। তবে শেষে কিন্তু সে মজা করে আবারো জে চকলেট খাবে সে কথা লিখেছে। ‘মা’ শেষ হয়ে যাওয়ার পর তিথি খুব কম কাজ করেছেন। আপাতততার গ্রাডুয়েশন শেষ হয়ে গেছে। সাথেই অভিনয় চালিয়ে যেতে চান পুরো দমে।
Tithi Basu Photos:
View this post on Instagram
তিথির বাস্তব জীবনের চাইতে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয় ভক্তমহলে। অল্প বয়সেই প্রেমে পড়েছিলেন অভিনেত্রী তিথি বসু। বাংলার জনপ্রিয় ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সকলের প্রিয় ঝিলিক। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে একাধিক ছবি তুলে ধরেন তিনি। তবে গত বছরের শেষের দিকেই ভাঙ্গন ধরে সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কথা নিজেই ঘোষণা করেছিলেন অভিনেত্রী।