জবা গাছের মধ্যে ১ চামচ দিয়ে দিন এই জিনিসটি, ফুলে ভরে যাবে গাছ, শিখে নিন পদ্ধতি
অনেকেই রয়েছেন যারা শখের বসে বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন। অনেকে আবার জায়গার অভাবে বাড়ির উঠোন ও ছাদে টবের মধ্যেও বিভিন্ন ধরনের ফুল, ফল ও সবজির চাষ করে থাকেন।

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা শখের বসে বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকেন। অনেকে আবার জায়গার অভাবে বাড়ির উঠোন ও ছাদে টবের মধ্যেও বিভিন্ন ধরনের ফুল, ফল ও সবজির চাষ করে থাকেন। তবে সাধারণভাবে গাছের যত্ন করলে তার ফলন খুব একটা ভালো হয় না। অনেক সময় দেখা যায় সঠিক পরিচর্যার পরেও লেবু গাছে ফুল ফুটলেও ফুল ঝরে পরে যায় অথবা ফল ধরে না। এমনকি এছাড়াও আরো বেশ কয়েকটি গাছ যেমন লঙ্কা গাছেও এ ধরনের সমস্যা দেখা দেয়। যেমন লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যায়।
তবে এগুলোর সমাধান করার একটি সহজ ঘরোয়া উপায় রয়েছে। এ ধরনের সমস্যাগুলো দূর করতে গাছের যত্নের জন্য ভাতের মার বা ফ্যান বা পেঁয়াজের খোসা অথবা রসুনের খোসাও ব্যবহার করা যেতে পারে। আসলে বর্তমানে বহু মানুষ পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে উঠছেন। যার কারণে বাড়িতে গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা একটি নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে বহু মানুষের। তবে অনেক সময় ব্যস্ততার কারণে গাছের সঠিক পরিচর্যা করা হয়ে ওঠে না। অযত্নে গাছ নষ্ট হয়ে যায়। বিশেষ করে জবা ফুলের গাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন গাছপ্রেমীরা।
তবে বিশেষজ্ঞদের মতে জবা গাছ লাগানোর পর তার নিয়মিত উপযুক্ত পরিচর্যা দরকার হয়। কারণ বিভিন্ন ধরনের পোকা সবার প্রথম আক্রমণ করে এই জবা ফুলের গাছের উপর। বিশেষ করে সাদা পোকার উপদ্রব সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় জবাব আছে। যার কারণে জবা ফুলের পাতা কুঁকড়ে যায় ও ফুল ফোটে না। আসুন তবে জেনে নিন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি কি রয়েছে।
লাল পটাশ-
জবা গাছের বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ও উপকারী একটি উপাদান হলো লাল পটাশ। জবা গাছে এই সারের প্রয়োগে গাছে প্রচুর পরিমানে কুড়ি হবে ও ফুল ফুটবে। এছাড়াও গাছের গঠনও ভালো হবে। এই সারটি মাসে একবার ১ চামচ করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।
কলার খোসা-
কলার খোসা একটি জৈব পটাশের কাজ করে। বাজারজাত রাসায়নিক পটাশের পরিবর্তে কলার খোসাও গাছের উপর প্রয়োগ করা যেতে পারে। কলার খোসা ভালোমতো শুকিয়ে সেই মিশ্রণটি গাছের গোড়ায় দিলেও ভালো ফলাফল পাওয়া যায়।
এপসাম সল্ট-
জবা গাছের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান হল এপসাম সল্ট। জবা গাছের গোড়ায় এপসাম সল্ট প্রয়োগ করলে গাছের পাতা কুঁকড়ে যাওয়া ও কুড়ি হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো দূর হয়।
দেখুন ভিডিও: