Anurager Chhowa: বিরাট সুখবর! বাস্তবে বাবা হলেন ‘অনুরাগের ছোঁয়া’র এই জনপ্রিয় অভিনেতা
শুধু বাংলা সিরিয়ালই নয় পাশাপাশি বাংলা সিনেমাও কাজ করেন অভ্রজিৎ। কিছুদিন আগে টলিউড সুপার স্টার জিৎ অভিনীত ‘চেঙ্গীজ’ (Chengiz) সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা গিয়েছিল তাঁকে।

Anurager Chhowa : গত বছর অগস্টে সামাজিকভাবে বিয়েটা সেরে ফেলেছিলেন টেলি অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। দীর্ঘদিনের প্রেমিকা রিনিকা সাহা -কে বিয়ে করেছেন অভ্রজিৎ। তবে পর্দার দাদু এবার হয়েছেন বাস্তবেই ‘বাবা’। খুশির এই খবর শেয়ার করেছেন অভ্রজিৎ। যেখানে রিনিকার কোল আলো করে এসেছ ফুটফুটে সন্তান। সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন রিনিকা। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানান অভিনেতা।
নিজের ফেসবুক হ্যান্ডেলে অভিনেতা লেখেন -‘আজ সকালে আমাদের ঘরে এক পুত্র সন্তান এসেছে, আমরা আশীর্বাদ ধন্য।’ এরপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দম্পতি। মা ও ছেলের দুজনেই ভালো রয়েছে সেটা অভিনেতা জানিয়েছেন। ‘কে আপন কে পর’-এর সেটেই শুরু হয়েছিল এই জুটির প্রেম। অভিনেতা হলেন অভ্রজিৎ, তবে তার স্ত্রী করেন ক্যামেরার পেছনের কাজ। অর্থাৎ সহকারী পরিচালক হিসাবে কাজ করেন।
‘কে আপন কে পর’ ধারাবাহিকে অভিনয় করতো অভ্রজিৎ আর সহ-পরিচালনার দায়িত্বে ছিল রিনিকা। জি বাংলা থেকে স্টার জলসা, দুই লিডিং চ্যানেলেই দাপটের সঙ্গে কাজ করছেন। বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’য় সূর্যর কাকা অর্থাৎ জয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন অভ্রজিৎ। দিন কয়েক আগেই বাবা হয়েছে জয়, ছোট্ট দীপের আগমনে হাসির ঝলক সেনগুপ্ত পরিবারে। সেই দীপের ঠাকুর্দাই বাস্তবে প্রথমবার বাবা হলেন। অভ্রজিতের ফেসবুক পোস্টে কিন্তু সেই নিয়েও ঠাট্টা করেছেন নেটিজেনরা।
Anurager Chhowa:
তবে শুধু বাংলা সিরিয়ালই নয় পাশাপাশি বাংলা সিনেমাও কাজ করেন অভ্রজিৎ। কিছুদিন আগে টলিউড সুপার স্টার জিৎ অভিনীত ‘চেঙ্গীজ’ (Chengiz) সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা গিয়েছিল তাঁকে। এটি যদিও তার প্রথম সিনেমায় অভিষেক। এমনিতে বেশিরভাগ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তার চরিত্রটি পজিটিভ এবং মজার। যেখানে পুরো পরিবারকে মাঝে মধ্যেই কথার ছলে মাতৃয়ে রাখেন সকলের প্রিয় ‘মেজো দাদু’।