Swastika Ghosh : শ্রেয়া ঘোষালের গান গেয়ে মঞ্চ মাতালেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা অর্থাৎ স্বস্তিকা, ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড়

বেবি পিঙ্ক রঙের শাড়ি ও সাদা ব্লাউজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি দীপার গানের গলাও বেশ দুর্দান্ত।

Swastika Ghosh: ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে তাঁকে সকলে চেনেন দীপা হিসাবেই। সহজ সরল যে নিয়েটি দিনের পর দিন স্বামী ও সন্তানের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তাঁর আসল নাম স্বস্তিকা ঘোষ। তিনি শুধুই অভিনেত্রী এ কথা বললে ভুল হবে! কারণ তাঁর নাচ কিংবা গান শুনলে নাকি আপনিও চমকে যাবেন। কিন্তু কিভাবে শোনা যাবে তাঁর গান? বাংলা তথা দেশে ‘মাচা’ অনুষ্ঠান খুবই জনপ্রিয়। পাড়ায় পাড়ায় পুজো থেকে বিভিন্ন উৎসবের মুখে অস্থায়ী স্টেজ তৈরী করে সেইসব অনুষ্ঠানের জন্য। বাংলা সিনেমা ও ধারাবাহিকের সব কলাকুশলীরাই মাচা অনুষ্ঠান করে থাকে। তেমনই অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ( Swastika Ghosh) এই মুহূর্তে ছেয়ে আছেন তার মাচা অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিওর জন্য।

এখানে দেখুন:  রাতারাতি বদলে গেল দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা! রচনা ব্যানার্জির জায়গা নিল এই খুদে

Swastika Ghosh

তার এক না দেখানো প্রতিভা সকলের সামনে তুলে ধরেছেন। অজস্র ভক্তদের মাঝে হাজির হয়েছেন সকলের প্রিয় দীপা। যদিও এদিন দীপার বেশে নয় অভিনেত্রী ধরা দিয়েছিলেন স্বস্তিকা নিজের রূপেই। স্টেজের মধ্যে মাইক হাতে ভালোবাসার কথা বলতে দেখা গেল। সকলের মন ভাঙা ও গড়ার মধ্যেই টিনি গান গাইবেন বলে মনস্থির করে নিয়েছেন। ব্যাস আর কি শুরু করলেন একটি গান। শ্রেয়া ঘোষালের গলায় গাওয়া ‘তুহি ইই মুঝকো বাতা দে’ গানটি গাইলেন তিনি।

Swastika Ghosh:

Swastika Ghosh

না দেখলে বিশ্বাস করার অযোগ্য হবে যে তিনি সকলকে চমকে দিয়ে এই ধরণের গান গাইতে পারেন। ভিডিওটি অনেকদিন আগের হলেও ফের নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিন বেবি পিঙ্ক রঙের শাড়ি ও সাদা ব্লাউজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি দীপার গানের গলাও বেশ দুর্দান্ত।

Swastika Ghosh Viral Video:

চার মাস আগে ‘ডিজে অলোক স্টেজ প্রোগ্রাম’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ২.৭ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। উল্লেখ্য, আবারো অনুরাগের ছোঁয়া ফিরে পেয়েছে তাদের হারানো আসন। টানা তিন সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র হল দীপা-সূর্য। বর্তমানে কিন্তু সূর্য জেনে গিয়েছে সোনা ও রুপার আসল মা কে। আর দীপা ও সূর্যর মধ্যেকার সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে।