Anurager Chhowa: সূর্য-দীপাকে আলাদা করতে জুন আন্টির কাছে মিশকা! প্রকাশ্য ‘অনুরাগের ছোঁয়া’র দুর্ধর্ষ পর্ব
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে উষসী আর অহনা পাশাপাশি বসে কথোপকথন করছে।

Anurager Chhowa: বাংলা সিনেমা কিংবা ধারাবাহিকে নায়ক নায়িকার সাথেই সুপরিচিত হলো নেতিবাচক চরিত্র গুলি। কিছু কিছু চরিত্র এমনই মানুষের মনে দাগ কেটে যায় যার ফলে ধারাবাহিক শেষ হয়ে গেলেও সেই চরিত্র কিংবা চরিত্রভিনেতাদের ভুলতে পারে না কেউই। তেমনই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘শ্রীময়ী’। সেই ধারাবাহিকে ‘জুন আন্টি’ (June Aunty) নামক খল চরিত্র কার্যত বাংলা টেলিভিশন জগতের সবথেকে উল্লেখযোগ্য নেতিবাচক চরিত্র হিসাবে ধরা হবে। এখনো নানান জায়গায় তাঁর মিমিক্রি হয়। এটাই খল চরিত্রের সার্থকতা।
ওপরদিকে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে মিশকার চরিত্রটি একইরকম। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত (Ahana Dutta)। মিশকা চরিত্রটি এতটাই জাঁদরেল যে, অহনার থেকে সকলেই চেনেন মিশকা রূপে। সূর্য দীপার জীবনে ঝড় তোলার জন্য দক্ষ সে। তাই জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তীর (Ushasie Chakraborty) এবং অহনা দত্ত-র যদি বন্ধুত্ব হয় ও দুজন একই ধারাবাহিকের খলনায়িকা হন তাহলে ঠিক কেমন হবে বলুনতো?
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে উষসী আর অহনা পাশাপাশি বসে কথোপকথন করছে। আর সেই ফটোর ক্যাপশনে লেখা হয়েছে – ‘মিশকা এমনিতেই ভয়ংকরি আর ছ্যাছড়া, এখন এত ছ্যাছড়ামি করেও যখন সূর্য দীপা আলাদা হলো না তখন জুন আন্টির কাছ থেকে শিক্ষা নিচ্ছে কিভাবে আরো ভয়ংকরি আর ছ্যাছড়া হওয়া যায়, আর জুন আন্টিও তাকে শেখাচ্ছে-কি মিল!’ তাহলে বোঝাই যাচ্ছে কতটা গভীরভাবে দর্শকরা প্রতিটি ধারাবাহিক ফলো করে থাকেন।
ওপরদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বর্তমানে সূর্য, মিশকার হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখেই নিজের কূটবুদ্ধি আবারো প্রয়োগ করে। সে সূর্যর স্পার্ম ব্যবহার করে তার সন্তানের মা হতে চলেছে এমনই একটি মিথ্যা রিপোর্টও ইতিমধ্যে তৈরী করে নিয়েছে। কি হবে এবার? কিন্তু যে স্পার্ম সে ব্যবহার করেছে সেটা তবলার তা পরে জানা যাবে। তবে দীপা সমেত আবারো এই কঠিন মুহূর্তের সাক্ষী হতে চলেছে সেনগুপ্ত পরিবার। তাই অবশ্যই এই ধারাবাহিকটি দেখতে ভুলবেন না।