Anurager Chhowa: সূর্য-মিশকার মেয়ে দেখতে হবে হুবহু মিশকার মতোই! ভাইরাল ছবি দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া!

সূর্যর স্পার্ম ব্যবহার করে তার সন্তানের মা হতে চলেছে এমনই একটি মিথ্যা রিপোর্টও ইতিমধ্যে তৈরী করে নিয়েছে।

Anurager Chhowa: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। চলতি সপ্তাহে নিজের সিংহাসন ফিরে পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। আর শুধু তাই নয় সব ভুল বোঝাবুঝি কার্যত ক্ষান্ত হয়েছে। সোনা ও রুপার মা বাবার আসল পরিচয় ইতিমধ্যেই সামনে এসেছে। সূর্য সব সত্যি জানতে পেরেছে। সূর্য ও দীপা একে অপরের সব ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে পরস্পরকে আবার আপন করে নিয়েছে। শুধু তাই নয় সূর্য নিজের ভুল বুঝতে পেরে দীপা ছাড়া তার কাছের মানুষদের যাদের সে সমান ভাবে আঘাত করে গেছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তাদের মধ্যে একজন হল কবির। তার কাছে গিয়ে খুব ভালো করে ক্ষমা চেয়েছেন তিনি।

Anurager Chhowa

দীপার অভিমান মোছাতে সে কবিরের কাছ থেকে তার লেখা কবিতা শিখে এসেছে। অনুষ্ঠানের দিন সবার সামনে তা দীপাকে শোনায় সূর্য। দীপা সেটা শুনে বেশ অবাকও হয়। আর ঠিক তখনই সেখানে কবির হাজির হয়। আর দীপাকে সূর্যর তার কাছে ক্ষমা চাওয়ার কথাটা জানায়। দীপার কাছে আবারও সূর্য আন্তরিক ভাবে ক্ষমা চাইলে দীপা অবশেষে তাকে ক্ষমা করে দেয় ও দুজনে দুজনকে গভীরভাবে আলিঙ্গন করে। তবে বাংলা এই ধারাবাহিকের নতুন গল্পের মোড় তৈরী থাকে। তাই আবারো সবাইকে চমকানো পর্ব সামনে এসেছে।

তবে মিশকা কি আর এতো সহজেই হার মানবে। সূর্য হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখেই মিশকা নিজের কূটবুদ্ধি আবারো প্রয়োগ করে। সে সূর্যর স্পার্ম ব্যবহার করে তার সন্তানের মা হতে চলেছে এমনই একটি মিথ্যা রিপোর্টও ইতিমধ্যে তৈরী করে নিয়েছে। কি হবে এবার? দুজনের এই সুখের দিন খুব বেশি স্থায়ী হতে দেবে না মিশকা। আর এই কঠিন মুহূর্তের সাক্ষী হতে চলেছে আবার সেনগুপ্ত পরিবার। এমনকি যদিও এটাকে সকলেই মিশকার ষড়যন্ত্র মনে করে তাতেও সন্তানকে তারা অস্বীকার করতে পারবে না। মিশকার মতোই নাকি তার সন্তানকেও দেখতে হবে বলে জানা যাচ্ছে।

আবারো কি সূর্য ও দীপার মধ্যে দূরত্ব তৈরী হবে? তা জানতে হলে প্রতিদিন আপনাকে দেখতে হবে অনুরাগের ছোঁয়া। মিশকা চরিত্রের নায়িকা অহনা দত্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একটি নতুন ছবি। একেবারে ফর্সা টুকটুকে ক্ষুদে একটি মেয়ে যার গায়ের রং চেপে দেওয়া হয়েছে মেকআপ করে। চুল ছোট ছোট করে বেনুনি করা। যদিও এটা তার আসল মেকআপ করা ছবি কিনা সেটা বোঝা যাচ্ছে না। আর এটা দেখেই দর্শকদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে যে মিশকার মেয়েকে দেখতে হবে মিশকার মতোই। এটাই তার ও সূর্যর সন্তান যা সকলেই দেখতে উৎসুক।