Anurager Chhowa: বাবা মায়ের কষ্ট ভুলে জনপ্রিয় বাংলা গানে উদ্দাম নাচ রুপার, ভাইরাল ভিডিও
মাত্র ৭ বছর বয়সী সৃষ্টি বর্তমানে ক্লাস ১ পড়ে। সাথেই অভিনয় শেখেন নিয়মিত। 'সুন্দরী' ধারাবাহিক দিয়ে প্রথমবার টিভিড় পর্দায় পা রাখে ছোট্ট সৃষ্টি।

Anurager Chhowa: চলতি সপ্তাহে দ্বিতীয় স্থান হাসিল করেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রথম স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’। পর পর কার্যত এই ধারাবাহিক নিজের প্রথম স্থানে আর ফিরে যেতে অপরছে না। তবে কি ধীরে ধীরে কমছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা? এসব প্রশ্ন তো সোশ্যাল মিডিয়া মারফত ঘুরতেরই থাকে সর্বক্ষণ। অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের জনপ্রিয় দুই ক্ষুদে চরিত্র হল সোনা ও রূপা। পর্দায় সে ঠিক যেমন পাকাবাস্তবেও ঠিক ততটাই পাকা রুপা ওরফে সৃষ্টি মজুমদার (Srishti Majumder)।
Anurager Chhowa:
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গানের তালে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। সাথেই থাকে একাধিক ফটো ও ভিডিও। সম্প্রতি এক বাংলা গানে কোমর দোলাতে দেখা গেল তাঁকে যা ব্যাপকভাবে ভাইরাল হয়ে উঠেছে। পরনে তার বেগুনি রঙের ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপ সাথে ম্যাচিং করা একই রকম শর্ট স্কার্ট (Viral Video)। পুরো বড়োদের মতো করেই গানের তালে নাচ করলো সে। ‘যদি ভালবাসিস আমারে তুই ময়নারে’ গানের সাথে তাল মিলিয়ে অঙ্গভঙ্গিও করছে সে।
Anurager Chhowa:
এক্সপ্রেশন ছিল দেখার মতো। দেখে বোঝাই যাচ্ছে বাস্তবেও ঠিক কতটা পাকাবুড়ি সে। তবে তার নাচ এখন ইন্টারনেট কাঁপাচ্ছে। মাত্র ৭ বছর বয়সী সৃষ্টি বর্তমানে ক্লাস ১ পড়ে। সাথেই অভিনয় শেখেন নিয়মিত। ‘সুন্দরী’ ধারাবাহিক দিয়ে প্রথমবার টিভিড় পর্দায় পা রাখে ছোট্ট সৃষ্টি। ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকেও দেখা গিয়েছিলো তাঁকে। অনুরাগের ছোঁয়া’র নায়ক-নায়িকা সূর্য-দীপার মেয়ে হল সোনা আর রূপা। চলতি বছর সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছে রূপা অর্থাৎ অভিনেত্রী সৃষ্টি মজুমদার।
View this post on Instagram
অন্যদিকে ধারাবাহিকে দেখা গেছে নতুন গল্প। সূর্য তাদের দুজনের ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছে। যেখানে লেখা আছে সোনা ও রুপার মা বাবা যথাক্রমে সূর্য ও দীপা। এই দেখে সূর্য সম্পূর্ণ বদলে যায়। দৌড়ে পৌঁছায় দীপার কাছে। ক্ষমা চায়। তবে নির্মাতারা এবার আরও বড়ো টুইস্ট নয় এসেছে। দীপার দুর্ঘটনা যার জন্য সোনা ও রুপাকে এক হোস্টেলে রাখা হয়েছিল। এরই মধ্যে, ধারাবাহিকে এক সিরিয়াল কিলারের টুইস্ট দেখানো হবে। তাই কোনোমতেই প্রতিদিনের জমজমাট পর্ব মিস করবেন না।