Anurager Chhowa: সূর্য-দীপার বিবাহবার্ষিকী উদযাপন ভালোবাসার উৎসবে হাজির কুমার শানু থেকে অলকা ইয়াগ্নিকরা, ভাইরাল ভিডিও
শুধু পর্দার অভিনেতা অভিনেত্রী দিয়ে এতো বড়ো অনুষ্ঠান সম্পূর্ণ হয় বলুন তো? গান ছাড়া এই অনুষ্ঠান যেন সম্পূর্ণ হবেই না কিছুতেই। বিশেষ অতিথি হয়ে আসবেন অলকা ইয়াগ্নিক, কুমার শানু, বাবুল সুপ্রিয়ও।

Anurager Chhowa: বাংলা ধারাবাহিকে অনেক বড়ো বড়ো মেগার নাম থাকলেও ‘অনুরাগের ছোঁয়া’ তাঁদের মধ্যে সবার থেকে এগিয়ে থাকবে। আগামী ১ অক্টোবর স্টার জলসার পর্দায় একটি অভিনব অনুষ্ঠান দেখানো হবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্যে দিয়ে। যার নাম দেওয়া হয়েছে ‘ভালোবাসার উৎসব’। আসলে এদিন সূর্য দীপার অর্থাৎ দিব্যজ্যোতি এবং স্বস্তিকার অনস্ক্রিন ম্যারেজ অ্যানিভার্সারি। সেটাই বিশেষ ভাবে পালন করা হবে হই হুল্লোড় করে।
অনুরাগের ছোঁয়ায় এই ভালোবাসার উৎসবের সঞ্চালনা করবেন তৃণা আর রোহন। তাঁদেরই কথায় কথায় সামনে আসবে দীপা সূর্য একে অন্যকে ঠিক কতটা ভালোবাসে সেই কথা। সম্পূর্ণ অনুষ্ঠান দেখলে মনে হবে যেন কোনো অ্যাওয়ার্ড শো চলছে। স্টেজ থেকে সাজপোশাক এতটাই জাঁকজমক পূর্ণ যার ফলে চোখ ফেরানো দায়। স্টার জলসার অন্যান্য ধারাবাহিকের বর্তমান সদস্যরা তো থাকছেই এই অনুষ্ঠানে সঙ্গে থাকবেন প্রাক্তন সদস্যরাও। ফলে নাচে, গানে, আনন্দ, আড্ডায় একেবারে হইহই করে জমে যাবে এদিনের আসর।
শুধু পর্দার অভিনেতা অভিনেত্রী দিয়ে এতো বড়ো অনুষ্ঠান সম্পূর্ণ হয় বলুন তো? গান ছাড়া এই অনুষ্ঠান যেন সম্পূর্ণ হবেই না কিছুতেই। বিশেষ অতিথি হয়ে আসবেন অলকা ইয়াগ্নিক, কুমার শানু, বাবুল সুপ্রিয়ও। ফলে বুঝতেই পারছেন ৯০ দশকের গানে গানে জমে উঠবে এদিনের আসর। তবে কি এবার একদম শেষ এই মেগা।
বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখানো হচ্ছে মিশকা সূর্যর স্পার্ম নিয়ে গর্ভবতী হয়েছে। প্রাথমিক ভাবে দীপা তাকে বিশ্বাস করেনি। পরে যদিও মিশকার এই চাল তাঁর উপরেই ভারী পড়েছে কারণ মিশকার গর্ভে যার সন্তান আছে তা হলো তবলার। এবার কি তবলাকে বিয়ে করবে মিশকা। আগামীতে কি ঘটে ধারাবাহিকে সেটা দেখার জন্যই সকলে অধীর অপেক্ষায় দিন গুনছে।