Anurager Chhowa: কবিরের কবিতার ছন্দে আবার এক হলো সূর্য-দীপা, প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র দুর্ধর্ষ পর্ব

দীপার অভিমান মোছাতে সে কবিরের কাছ থেকে তার লেখা কবিতা শিখে এসেছে। অনুষ্ঠানের দিন সবার সামনে তা দীপাকে শোনায় সূর্য।

Anurager Chhowa: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। চলতি সপ্তাহে নিজের সিংহাসন ফিরে পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একঘেয়ে গল্প থেকে বেরিয়েই কার্যত কেল্লা ফতে। কবে এক হবে সূর্য ও দীপা? এই প্রশ্নের উত্তর যেন প্রতিদিন প্রতিটি দর্শক খুঁজে বেড়াচ্ছিলো। সোনা ও রুপার মা বাবার আসল পরিচয় ইতিমধ্যেই সামনে এসেছে। সূর্য সব সত্যি জানতে পেরেছে। এতদিন সূর্য জানত যে সোনা-রূপা কবীর আর দীপার সন্তান। সোনা-রূপা কখনোই তার সন্তান হতে পারেনা, কারণ মিশকা সূর্যকে সূর্যর সম্বন্ধে ভুল তথ্য দিয়েছে, যে সূর্য কখনো বাবা হতে পারবে না। তবে এবারের দুর্ধর্ষ এপিসোড ফাঁস হতেই সকলেই যেন আবেগে ভেসে উঠেছে।

Anurager Chhowa:

Anurager Chhowa

এই মুহূর্তে ধারাবাহিকে দর্শকের সেই বহু প্রতীক্ষিত দৃশ্য সত্যি হয়েছে। সূর্য ও দীপা একে অপরের সব ভুল বোঝা দূরে সরিয়ে পরস্পরকে আবার আপন করে নিয়েছে তারা। শুধু তাই নয় সূর্য নিজের ভুল বুঝতে পেরে দীপা ছাড়া তার কাছের মানুষদের যাদের সে সমান ভাবে আঘাত করে গেছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তাদের মধ্যে একজন হল কবির। তার কাছে গিয়ে খুব ভালো করে ক্ষমা চেয়েছেন তিনি।

Anurager Chhowa:

Anurager Chhowa

শুধু এখানেই সে থেমে থাকেনি। দীপার অভিমান মোছাতে সে কবিরের কাছ থেকে তার লেখা কবিতা শিখে এসেছে। অনুষ্ঠানের দিন সবার সামনে তা দীপাকে শোনায় সূর্য। দীপা সেটা শুনে বেশ অবাকও হয়। আর ঠিক তখনই সেখানে কবির হাজির হয়। আর দীপাকে সূর্যর তার কাছে ক্ষমা চাওয়ার কথাটা জানায়। দীপার কাছে আবারও সূর্য আন্তরিক ভাবে ক্ষমা চাইলে দীপা অবশেষে তাকে ক্ষমা করে দেয় ও দুজনে দুজনকে গভীরভাবে আলিঙ্গন করে।

এখানে পড়ুন: অপেক্ষার অবসান, চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন পরিনীতা-রাঘব! দেখুন বিয়ের ছবি

Anurager Chhowa

তবে মিশকা কি আর এতো সহজেই হার মানবে। সূর্য হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখেই মিশকা নিজের কূটবুদ্ধি আবারো প্রয়োগ করে। সে সূর্যর স্পার্ম ব্যবহার করে তার সন্তানের মা হতে চলেছে এমনই একটি মিথ্যা রিপোর্টও ইতিমধ্যে তৈরী করে নিয়েছে। কি হবে এবার? আবারো কি সূর্য ও দীপার মধ্যে দূরত্ব তৈরী হবে? তা জানতে হলে প্রতিদিন আপনাকে দেখতে হবে অনুরাগের ছোঁয়া।