Anurager Chhowa: অবশেষে সত্যের মুখোমুখি সূর্য! দীপা কি পারবে সব আঘাত অপমান ভুলে স্বামীকে ক্ষমা করতে? ফাঁস দুর্ধর্ষ পর্ব
সূর্য DNA টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে। এবং সে জানতে পেরেছে যে, সোনা এবং রূপা আসলে তারই সন্তান। সত্যিটা জেনে পায়ের তলার মাটি কার্যত খসে গেছে তার।

Anurager Chhowa: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। চলতি সপ্তাহে নিজের সিংহাসন ফিরে পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। একঘেয়ে গল্প থেকে বেরিয়েই কার্যত কেল্লা ফতে। এই জনপ্রিয় হওয়ার কারণ হল এখন ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যেখানে সব সত্যিটা জানতে পারবে সূর্য, তার মিথ্যা ধারণা এবার ভুল প্রমাণ হবে। এতদিন সূর্য জানত যে সোনা-রূপা কবীর আর দীপার সন্তান। সোনা-রূপা কখনোই তার সন্তান হতে পারেনা, কারণ মিশকা সূর্যকে সূর্যর সম্বন্ধে ভুল তথ্য দিয়েছে, যে সূর্য কখনো বাবা হতে পারবে না।
Anurager Chhowa:
এতো দিন ধীরে সূর্য, দীপাকে সবসময় অপমান করেছে। তাকে দুই মেয়ের থেকে দূরে করেছে। কিন্তু আর নয়। সবশেষে জানা গেল সোনা ও রুপার মা ও বাবার আসল পরিচয়। ইতিমধ্যেই সূর্য জানতে পেরে গিয়েছে যে, কবীর কোনোদিনই বাবা হতে পারবেনা। কবীর এবং শিবানী বহুদিন ধরে চিকিৎসা করালেও কবীরের বাবা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তারপর থেকেই নানা ধরণের চিন্তা ঘুরছে সূর্যর মাথায়। আর তারপরেই জয় সূর্যকে DNA টেস্ট করার পরামর্শ দেয়। সেই মত সোনার চুল এবং রূপার নখ নিয়ে ল্যাবে পৌঁছে যায় সূর্য।
Anurager Chhowa:
সূর্য DNA টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে। এবং সে জানতে পেরেছে যে, সোনা এবং রূপা আসলে তারই সন্তান। সত্যিটা জেনে পায়ের তলার মাটি কার্যত খসে গেছে তার। রিপোর্ট দেখে সূর্য কাঁদতে কাঁদতে বলে, ‘ আমাকে কতবার দীপা জোড় দিয়ে বলেছিল , আমি ওর কথা শুনতে চায়নি। আমি কি অন্যায় করলাম, নিজের মেয়েদেরই চিনতে ভুল করলাম।’ আজ রাত সাড়ে’নটার কার্যত আজ জমজমাট পর্বটি দেখতে পাওয়া যাবে।
Anurager Chhowa Promo Video:
মিশকা কিন্তু এবারের রিপোর্টে কিছুই জানতে পারেনি। তাই তার চালবাজি এবার আর খাটেনি। সাথে সাথেই সূর্য ছুঁটে গেছে দীপার কাছে ক্ষমা চাইতে। চলতি সপ্তাহে ৮.৮ নম্বরের সাথেই প্রথম স্থান ফিরে পেয়ে খুশি কলকাকুশলীরা। অন্যদিকে স্টার প্লাস চ্যানেলে ‘অনুরাগের ছোঁয়া’ হিন্দি ডাবিং করে আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘ছুঁ কর মেরে মন কো’।