Anurager Chhowa: প্রকাশ্য মঞ্চে লতা মঙ্গেশকরের গান গেয়ে তাক লাগালেন ‘অনুরাগের ছোঁয়া’র ‘দীপা’, তুমুল ভাইরাল ভিডিও
কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়ে সকলকে চমকে দিয়েছেন স্বস্তিকা। 'মঙ্গল দ্বীপ জ্বেলে' গান গেয়েছিলেন তিনি।

Anurager Chhowa : বাংলা সিনেমা ও ধারাবাহিকের সব কলা কুশলীরাই মাচা অনুষ্ঠান করে থাকে। সেখান থেকেই মূলত তাদের একটা বড়ো মোটা টাকার অংক প্রতি বছর ঘরে আসে। তেমনই অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অর্থাৎ সবার প্রিয় দীপাও এই মাচা অনুষ্ঠানের অংশগ্রহণ করেন। কারণ বাংলা জুড়ে এখন ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) যে পরিমান জনপ্রিয়তা তাতে মেগার কলাকুশলীদের সাধারণ মানুষ চোখে দেখতে ও কাছে পেতে চাইবেই। আর এখন জানা গেল, অভিনয়ের মতো স্বস্তিকা গানও গান দুর্দান্ত। এক মাচা শো-র ভিডিয়ো ভাইরাল সামাজিক মাধ্যমে। যেখানে দীপার সুরেলা গলার তারিফ শেষই হচ্ছে না।
Anurager Chowa Swastika Gosh :
কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়ে সকলকে চমকে দিয়েছেন স্বস্তিকা। ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ গান গেয়েছিলেন তিনি। অভিনেত্রী হবার পাশাপাশি তিনি যে এতো সুন্দর গান ও গাইতে পারেন তা দেখে সকলেই অবাক হয়ে গেছেন। যেখানে বেশিরভাগ অভিনেত্রীই সুর-তাল-লয়ে ভুল করে ট্রোল হন, সেখানে দীপার গানের গলায় মুগ্ধ তাঁর অনুরাগীরা। মাচা অনুষ্ঠানে এর আগেও অভিনেত্রীরা ভুলভাল গান গেয়ে জমিয়ে ট্রোলের মুখে পরেছিলেন তবে দীপা যেন সবার থেকে আলাদা।
Anurager Chhowa Swastika Gosh :
আরও পড়ুন : পর্দার ভুল বোঝাবুঝি এবার বাস্তবেও, স্বস্তিকার সঙ্গে ঝামেলা নিয়ে বিস্ফোরক ‘সূর্য’ দিব্যজ্যোতি
দিনকয়েক আগেই টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন। কুড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রীর থেকে তারিফ। স্বস্তিকা কাজের পাশাপাশি আজকাল খবরে আছেন সহ অভিনেতা দিব্যজ্যোতির সঙ্গে ঝামেলার জন্য। একে অপরকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছে। তাহলে কি পর্দাতেই স্বামী স্ত্রী আদতে কোনো সম্পর্ক নেই দুজনের। যদিও দুজনেই এই নিয়ে কোনো মন্তব্য করেননি।
Anurager Chhowa Swastika Gosh Viral Video :
মাত্র ১ নম্বরের জন্য বেঙ্গল টপারের থেকে ছিটকে দ্বিতীয় স্থান হাসিল করেছে ‘অনুরাগের ছোঁয়া’। আসল কারণ দুজনের মধ্যেকার ঝামেলা যার ফলে দর্শকরা তাদেরকে কেমিস্ট্রি দেখতে পাচ্ছেন না। তবে অভিনয়কে পিছনে ফেলে অনেকেই স্বস্তিকাকে গানের ক্যরিয়ারের দিকে মন দিতে বলেছেন।