Anurager Chhowa: মিশকার মুখে কালি মাখিয়ে অপমান করলো! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

দীপার মানভাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে সূর্য। এরপর সকলের অনুরোধে দীপা সূর্যকে ক্ষমা করে আবারো কাছে টেনে নেয়।

Anurager Chhowa: বর্তমানে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় শীর্ষ স্থানে আছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। আবারও টিআরপি তালিকায় সেরার সেরা হয়ে উঠেছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে মোড় নিয়েছে তাতে বেজায় খুশি সকল দর্শক। সূর্য ও দীপার হয়ে গেছে এক। বরং কালিমালিপ্ত হয়েছে মিশকার মুখ। হ্যাঁ মজাদার এই কিছু ক্লিপিংস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই কার্যত সূর্য – দীপার অনুরাগীদের ব্যাপক মজা এসেছে।

ভিডিওতে দেখা গেছে, মিশকা পৌঁছে গেছে সূর্যর হাসপাতালে তাঁকে বদনাম করতে। আর ঠিক সেই সময় মহিলা মহোদয়রা পৌছায় ও তাঁকে ছেকে ধরে। কেন সে দীপা ও সূর্যর জীবন অতিষ্ট করে তুলেছে সেই কারণেই মহিলারা তার মুখে কালি মাখিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে সকলেই খুবই আনন্দ পায়। অপরদিকে রাগে এক সাংবাদিকের গায়ে হাত তোলেন সূর্য।

Anurager Chhowa

হাসপাতালে তার পরিবার নিয়ে বিভিন্ন প্রশ্ন করে সাংবাদিকরা। সেই উত্তর দিতে গিয়েই একজনের উপরে ক্ষেপে গিয়েই রীতিমতো গায়ে হাত তুলে দেন তিনি। তবে যদিও চ্যানেল কতৃপক্ষের থেকে এই ধরণের কোনো এপিসোডের কথা উল্লেখ কড়া হয়নি। সাম্প্রতিক পর্বে সূর্য, নিজে কবিরের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে। তাঁদের মধ্যেও যা ভুলবোঝা বুঝি ছিল সেসব মিটে গেছে। কিন্তু সূর্যের কাছে এসে আবারো আগের মতো ফিরে যেতে চাইছে না। দীপার মানভাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে সূর্য। এরপর সকলের অনুরোধে দীপা সূর্যকে ক্ষমা করে আবারো কাছে টেনে নেয়।

Anurage Chhowa

কিন্তু মিশকা পণ করেছে সে কোনোভাবেই এক হতে দেবে না সূর্য ও দীপাকে। নিজের সমস্ত সীমা পার করে ল্যাবরেটরীতে প্রিজার্ভ করে রাখা সূর্যের শুক্রাণু দিয়ে গর্ভবতী হওয়ার প্ল্যান করেছে সে। মিশকার গর্ভে রয়েছে সূর্যের সন্তান এবার এমনটাই দাবি তোলা হয়েছে। যা শুনে চমকে যায় সকলে। সূর্য এই কথা অস্বীকার করলে সে জানায় ডিএনএ টেস্ট করে সে প্রমাণ করবে। এদিকে তবলার সন্তান মিশকার গর্ভে তা নিজেও মিশকা জানে না।