মিশকার খেলা শেষ! বন্দুক হাতে মিশকাকে মারতে গেল সূর্য, গল্পে আসছে নতুন ট্যুইস্ট
এই চলতি সপ্তাহে দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে গল্প বদলে গেছে সম্পূর্ণ। যেখানে নতুন প্রোমোটে দেখা যাচ্ছে সূর্য নিজে হাতে মিশকাকে খুন করতে চাইছে।

সূর্য-দীপা ভক্তদের জানিয়ে রাখা যাক, আবারও ওই ধারাবাহিক ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া আসন। এই সপ্তাহে টপার ওই ধারাবাহিক। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.২। গল্পের নতুন মোড় এই মেগার হারিয়ে ফেলা সিংহাসন আবারো দিড়িয়ে আনতে সাহায্য করেছে। তবে নতুন গল্পে কি দেখানো হচ্ছে। আর কি বা দেখানো হবে আসছে সপ্তাহে। রাত সাড়েনটা বাজে অর্থাৎ সম্পূর্ণ বাংলার ফোকাস টিভির দিকে।
এই চলতি সপ্তাহে দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে গল্প বদলে গেছে সম্পূর্ণ। যেখানে নতুন প্রোমোটে দেখা যাচ্ছে সূর্য নিজে হাতে মিশকাকে খুন করতে চাইছে। তাহলে কি এই দুই বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক শেষ? সূর্য, মিশকার এতদিনের সব কারসাজি জেনে গেল। একদমই না। প্রমো বলছে অন্য কথা। বন্দুক হাতে মিশকা কে মারতে চাইলেও আসলে সে ভাবছিলে এটা দীপা।
কার্যত নেশায় মত্ত সূর্য এই কান্ডই ঘটিয়েছে। তার দুই মেয়ের আসল পরিচয় জেনে গেলেও তিনিই যে তাদের বাবা সেটা কোনোদিন জানতে পারেনি। এবার নেশায় উন্মত্ত হয়ে সকলের সামনে বাবা হবার অধিকার থেকে সম্পূর্ণ পিছু হোটলেন সূর্য। আর এই কথা শুনে কার্যত মাথায় বাজ ভেঙে পরে দীপার। ওদিকে সূর্যর থেকে পালতে গিয়ে মাথায় আঘাত পেয়েছে মিশকা। সব মিলিয়ে এবারের পর্ব গুলি হতে চলেছে জমজমাট।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। আগের সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’কে টপকে এই ধারাবাহিকই দখল করে নিয়েছিল প্রথম স্থান। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.১। তৃতীয় স্থানে গত বারের মতো এবারেও রয়েছে ‘ফুলকি’ ৭.৬ নম্বর নিয়ে। এর পরেই চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙা বউ’, ‘সন্ধ্যাতারা’।