প্রকাশ্য মঞ্চে অসাধারণ সুরে গান গেয়ে তাক লাগালেন বঙ্গতনয়া অনুষ্কা, ভাইরাল ভিডিও
অনুষ্কা মূলত কলকাতার বাসিন্দা। তাঁর স্নিগ্ধ কণ্ঠ মুগ্ধ করে দেওয়ার মতো। যত দিন যাচ্ছে, তাঁর কণ্ঠ ততই সুরেলা হয়ে উঠছে।

যারা নিয়মিতরূপে সোনি চ্যানেল (Sony Channel) গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল (Indian Idol) দেখেন, তাঁরা বঙ্গ তনয়া অনুষ্কা পাত্রের (Anushka Patra) নাম নিশ্চিতরূপে জানেন। ইন্ডিয়ান আইডলের (Indian Idol) এক পরিচিত মুখ হলেন অনুষ্কা। তিনি মূলত প্রতিযোগীরূপে অংশগ্রহণ করেছিলেন। এরপরেই নিজের প্রতিভার দৌলতে সারা দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেন অনুষ্কা পাত্র।
কিছুদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান আইডলের ১৩তম সিজন (Indian Idol Season 13)। এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের ১৩তম সিজন শুরু হয়েছিল ২০২২ সালের ১০ই সেপ্টেম্বর তারিখে। শোটির শেষ এপিসোড দেখতে পাওয়া যায় চলতি বছরের ২রা এপ্রিল তারিখে। এই জনপ্রিয় শোয়ে বিচারকের আসনে আসীন হয়েছিলেন অনু মালিক (Anu Mallick), হিমেশ রেশামিয়া (Himesh Reshamiya), বিশাল দাদলানি (Bishal Dadlani), নেহা কক্কর (Neha Kakkar) প্রমুখগণ। শোটিতে বহু প্রতিযোগী অংশগ্রহণ করলেও বাঙালি প্রতিযোগীর সংখ্যাই তুলনামূলক বেশি ছিল। এরই মধ্যে একজন ছিলেন অনুষ্কা পাত্র।
অনুষ্কা মূলত কলকাতার বাসিন্দা। তাঁর স্নিগ্ধ কণ্ঠ মুগ্ধ করে দেওয়ার মতো। যত দিন যাচ্ছে, তাঁর কণ্ঠ ততই সুরেলা হয়ে উঠছে। তবে যেটা অনেকেই জানেন না, সেটি হল অনুষ্কা ইন্ডিয়ান আইডল সুযোগ পাওয়ার আগে বিভিন্ন জায়গায় স্টেজ পারফরম্যান্স করতেন। ভালো কণ্ঠস্বরের কারণে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পেতেন অনুষ্কা। সম্প্রতি সেই সমস্ত অনুষ্ঠানেরই এক ভিডিও ভাইরাল হতে দেখা গেল।
ভিডিওটিতে অনুষ্কা পাত্রকে ‘বাদশাহো’ (Baadshaho) সিনেমার জনপ্রিয় গান গাইতে দেখা যায়। ভাইরাল ভিডিওটিতে তাঁর সুরেলা কণ্ঠে শোনা যায় রাহাত ফতেহ আলি খানের (Rahata Fateh Ali Khan) কণ্ঠে প্রকাশ্যে আসা ‘মেরে রাশ্ক-এ-কামার’ (Mere Rashk-e-Qamar) গান। দাবি করা হয়েছে ভিডিও ক্লিপটি ছয়ফুকার জাগরণ সংঘের গণেশপুজো অনুষ্ঠানের।
ভিডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে ‘তপতি স্টুডিও’ (Tapati Studio) নামক এক চ্যানেল থেকে। অনুষ্কার এই পুরোনো ভিডিওটি দেখে দর্শকরা আরওই তাঁর কণ্ঠস্বরের প্রেমে পড়ে গেছেন। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৫৫৯ হাজার ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৭ হাজার অতিক্রম করে ফেলেছে।