Aparajita Adhya: প্রিন্টেড কুর্তি এবং লাল রঙের লেগিংস পরে উদ্দাম নাচ অপরাজিতা আঢ্য-র, ভাইরাল ভিডিও
অন্যান্য মেয়েদের সঙ্গে করে নিয়ে হিন্দি গানের তালে কোমর দোলাচ্ছেন অভিনেত্রী। অপরাজিতা একজন দুর্দান্ত নৃত্য শিল্পী তা বলার অপেক্ষা রাখে না।

Aparajita Adhya: বাংলা সিনেমা ও ধারাবাহিক জগতের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বড় পর্দায় অভিনেত্রীর আনাগোনা একটু বেশি হলেও ছোট পর্দাতেও কাজ করেন অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে। তবে আবারো তিনি টেলিভিশনে ফরছেন আগামী ২৫ তারিখ থেকে। নতুন চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে অভিনয় করবেন তিনি।
Aparajita Adhya:
নেট মাধ্যমে অপরাজিতা বেশ এক্টিভ থাকেন। অনুরাগীদের জন্য বিভিন্ন ফটো কিংবা ভিডিও নিয়ে আসেন। নিজের নানান মুহুর্তের ভিডিও পোস্ট করেন তিনি। সম্প্রতি তেমনই একটি ভিডিওতে অভিনেত্রীকে নাচের ক্লাসে লক্ষ্য করা গেল। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, অন্যান্য মেয়েদের সঙ্গে করে নিয়ে হিন্দি গানের তালে কোমর দোলাচ্ছেন অভিনেত্রী। অপরাজিতা একজন দুর্দান্ত নৃত্য শিল্পী তা বলার অপেক্ষা রাখে না।
Aparajita Adhya:
গানের প্রত্যেকটা স্টেপে অভিনেত্রীর অসাধারণ নৃত্য ভঙ্গি মুগ্ধ করেছে, নেট বাসীদের। অভিনেত্রীর পরনে রয়েছে সাদাকালো প্রিন্টেড কুর্তি এবং লাল রঙের লেগিংস প্যান্ট। বাঁধা চুল, চোখে কাজল দুর্দান্ত লাগছে তাঁকে। অনেক সময় অপরাজিতাকে ওজনের জন্য কটাক্ষ শুনতে হয়। তবে নায়িকার যে এই মধ্যে দিয়েই সেই টট্রোলারদের চুপ করিয়েদিলেন তা বলার জায়গা রাখার না। যেই দৃশ্য নেট মাধ্যমে পা রাখতেই পৌঁছে গিয়েছে লাখ লাখ দর্শকের কাছে।
Aparajita Adhya:
View this post on Instagram
জমিয়ে বাঁচার গল্প নিয়ে আসছে জল থই থই ভালবাসা ২৫ তারিখ থেকে সোম-রবি রাত ৯ PM-এ। কোজাগরী বসুর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। আর তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা চন্দন সেনকে। লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশনে নতুন সফর শুরু করছেন অনুষা বিশ্বনাথন। রয়েছেন আলতো ফড়িং-এর অর্ণব বন্দ্যোপাধ্যায়। দেখা যাবে টেলি ধারাবাহিক ‘মিলি’ খেয়ালী মণ্ডলকে। সব মিলিয়ে টিআরপি তালিকায় প্রথম থেকেই চাঙ্গা থাকবে এই সিরিজ তা বলার অপেক্ষা রাখে না।