শাড়ি-ব্লাউজ খুলে ছোট্ট পোশাকে উদ্দাম নাচানাচি! নেটিজেনদের অশ্লীল কটাক্ষের মুখে অপরাজিতা আঢ্য

বর্তমানে অভিনয় ইন্ডাস্ট্রিতে হেভিওয়েট অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন অপরাজিতা।

বাংলা ধারাবাহিক নিয়মিতরূপে দেখেন, কিন্তু অপরাজিতা আঢ‍্যর নাম শোনেননি বা তাঁর অভিনয় দেখেননি এমন মানুষ খোঁজা খুব মুশকিল। বর্তমানে তাঁর অভিনয় জগতের বিস্তার ঘটেছে। তিনি এখন শুধুমাত্র ছোট পর্দাতেই অভিনয় করেন না। তাঁকে দেখা গেছে বড়ো পর্দাতেও। স্ক্রীন যেমনই হোক না কেন, প্রত্যেকবারই নিজের অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

টেলিভিশনের স্ক্রিন হোক বা রুপোলি পর্দা দুই জগতেই তিনি অভিনয়ের জাদুতে মোহিত করেছেন দর্শকদের। যে জগৎকেই তিনি স্পর্শ করেছেন, সেই জগৎই তাঁর জন্য সোনায় পরিণত হতে দেখা গেছে। দর্শকদের কাছে বরাবরই অভিনয়ের মার্কশিটে দশে দশ পেয়েছেন তিনি। বর্তমানে অভিনয় ইন্ডাস্ট্রিতে হেভিওয়েট অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন অপরাজিতা। সাফল্য পাওয়ার জন্য ছিপছিপে নায়িকা হওয়া বাধ্যতামূলক, এই স্টিরিওটাইপ ভেঙেছেন তিনি। হৃষ্টপুষ্ট শরীরে অভিনয়ের দৌলতে বহু দর্শকদের মনে বিশেষ স্থান অধিকার করে রেখেছেন ‘লক্ষ্মী কাকিমা’।

অভিনয় ও ব্যক্তিগত জীবন আলাদা, সেটা অভিনেতার হোক বা অভিনেত্রীর। এই বিষয়ই অনেক সময় বোধগম্য না হওয়ার কারণে তারকাদেরকে কেন্দ্র করে বিতর্কের দৃষ্টি হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সাধারণত পর্দায় অভিনেত্রী অপরাজিতাকে শাড়ি জাতীয় ঘরোয়া পোশাকে একাধিক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরজন্য তিনি দর্শকদের কাছে প্রশংসার অধিকারীও হয়েছেন। এবার বোল্ড পোশাকে অন্য অবতারে ধরা দিতেই অভিনেত্রীকে ট্রোলের শিকার হতে হল নেটিজেনদের একাংশের কাছে।

সম্প্রতি অপরাজিতার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল। বিভিন্ন ধরণের বোল্ড পোশাকে সোশ্যাল মিডিয়ায় এসে থাকেন অভিনেত্রী। অপরাজিতা নিজেকে কখনও গোলাপ ফুলের সামনে ধরা দেন, আবার কখনও সিঁড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীর পরণে ছিল সাদা রঙের হালকা শার্ট ও লাল রঙের হটপ্যান্ট। নীল সমুদ্র সৈকতের বুকে ওয়েস্টার্ন পোশাকে সোশ্যাল মিডিয়ায় আসার পরেই নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হতে হল তাঁকে।

কোনো নেটিজেন বললেন, “চেহারার সঙ্গে মানানসই নয়। রোগা হতে ব্যর্থ হয়ে গিয়ে জামা কাপড় খুলে দেওয়াকে আধুনিকতা কোনো মতেই বলে না!” অপর এক নেটিজেনের মন্তব্য, “এই ন্যাকামি আর মানাচ্ছে না। এর আগে কখনও কমেন্ট করিনি, কিন্তু এইবারে বাধ্য হলাম। বড়ো অভিনেত্রী বলে কি যা খুশি তাই করবেন?”