Aparajita Adhya: আবার নতুন ধারাবাহিকে অপরাজিতা আঢ্য, শোনাবেন মা-মেয়ের মিষ্টি গল্প

''চিনি' সিনেমায় দেখা গিয়েছিলো মা ও মেয়ের এক দুর্দান্ত গল্প। যদিও এই ধরণের ধারাবাহিক হয়েছে আগেও।

Aparajita Adhya: ”চিনি’ সিনেমায় দেখা গিয়েছিলো মা ও মেয়ের এক দুর্দান্ত গল্প। যদিও এই ধরণের ধারাবাহিক হয়েছে আগেও। কিন্তু ফের একবার নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Adhya)। স্টার জলসার (Star Jalsa)-র পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘জল থইথই ভালবাসা’ (Jal Thai Thai Bhalobasha)। নাম শুনলে অবাক লাগলেও এই ধারাবাহিকের প্রথম লুক এসে গেছে স্টার জলসার পর্দায়। আর প্রথম লুকেই কিন্তু বাজিমাত অপরাজিতা। আর সেখানে, এক মা-মেয়ের গল্প দেখা যাচ্ছে। মা রান্নার কাজ করতে করতেই গুণগুণ করে গান গাইছেন, আর মেয়ে ব্যস্ত ভ্লগ বানাতে।

Aparajita Adhya:

Aparajita Adhya

অপরাজিতার শেষ ধারাবাহিক ছিল ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’। কারণ সিনেমার কাজ ও সঞ্চালিকার কাজ করে তিনি আর সময় পাচ্ছিলেন না। তবে ফের আবারো একবার তিনি এসেছেন টেলিভিশনের পর্দায়। সেই ধারাবাহিকে তিনি মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন। আর এবার এক প্রাণোচ্ছ্বল মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এমন এক মা, যিনি সংসার চালানোর পাশাপাশি, নাচে, গান, আবৃত্তি সবেতেই পারদর্শী। তার মেয়ে ভ্লগ বানানোর সময়ই কার্যত সকলকে সেই কথা বলতে শোনা যাচ্ছে।

Aparajita Adhya:

Aparajita Adhya

স্টার জলসার সোশ্যাল মিডিয়ার পাতায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে এই ধারাবাহিকের প্রোমো। এর আগে, ‘ঘরে ঘরে জি বাংলা’-শো-তে সঞ্চালনা করছিলেন অপরাজিতা। সেই শোতে তার সঞ্চালনা শেষ হয়ে গেছে। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি পেশাদারভাবেই নাচ করেন অপরাজিতা, শেখানও। তাঁর একটি নাচের স্কুলও রয়েছে। তাই এই চরিত্রে অভিনয় করতে তার কোনো অসুবিধা হবে না সেটা ভাপই বোঝা যাচ্ছে। এই ধারাবাহিকে অপরাজিতার চরিত্রের নাম ‘কোজাগরী বসু’। মেয়ের ভূমিকায় অভিনয় করছেন অনুশা বিশ্বনাথন।

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রাত ৯ টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। ‘এক্কা দোক্কা’র স্লটেই আসছে এই ধারাবাহিক। তাহলে কি বন্ধ হয়ে যাবে এক্কাদোক্কা? তা এখনো জানা যায়নি চ্যানেল কতৃপক্ষের থেকে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল অপরাজিতার ছবি ‘চিনি ২’। একে অপরের সমস্যা বুঝে বন্ধু হয় দুই অসমবয়সী নারী এই ছিল সিনেমার প্লট। পরিচালক মৈনাক ভৌমিকের এই সিনেমা দর্শকদের পছন্দ হয়। এই ছবিতে অপরাজিতা ছাড়াও অভিনয় করেছে মধুমিতা সরকার (Madhumita Sarcar), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), লিলি চক্রবর্তী (Lily Chakraborty) ও পিঙ্কি বন্দোপাধ্যায় (Pinky Banerjee)-কে।

এখানে পড়ুন;  গান শিখতে গিয়ে প্রেম তারপর বিয়ে! ‘কৌশিকী’ অভিনেত্রী রূপসা চক্রবর্তীর জীবনী হার মানাবে সিনেমার গল্পকেও