Aparajita Auddy: সিরিয়ালের শুরুতেই নিজের পা ভেঙে বসলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য! কি হবে এবার?

প্রথম প্রমোর পরেই সামনে এসেছে এবার দ্বিতীয় প্রমো। মজাদার এই প্রমো দেখে সকলের পেয়েছে খুব জোর হাসি।

Aparajita Auddy: স্টার জলসার (Star Jalsa)-র পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘জল থইথই ভালবাসা’ (Jal Thai Thai Bhalobasha)। ফের একবার নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Auddy)। নাম শুনলে অবাক লাগলেও এই ধারাবাহিকের প্রথম প্রমো আগেই এসেছে স্টার জলসার পর্দায়। প্রথম লুকেই কিন্তু বাজিমাত অপরাজিতা। আর সেখানে, এক মা-মেয়ের গল্প দেখা যাচ্ছিলো। এই ধারাবাহিকের নায়িকা মধ্যবয়সী একজন মহিলা যার নাম কোজাগরী বসু।

Aparajita Auddy:

Aparajita Auddy

প্রথম প্রমোর পরেই সামনে এসেছে এবার দ্বিতীয় প্রমো। মজাদার এই প্রমো দেখে সকলের পেয়েছে খুব জোর হাসি। শুরুতেই দেখা যায়, মেয়ে তোতাকে নিয়ে ট্যাক্সি করে কোথাও একটা চলেছেন কোজাগরী। সেখানে গিয়ে পৌঁছাতেই বোঝা গেল আসল ব্যাপার। সাঁতার শেখার ক্লাসে ভর্তি হয়েছেন কোজাগরী। সুইমিং কস্টিউম পরে বাচ্চাদের লাইনেই দাঁড়িয়ে পড়েছেন তিনি। এবার বাচ্চাদের সাথে ঝাঁপ দিলেন সুইমিং পুলে। পুলে ঝাঁপ দিতেই কার্যত দম বন্ধ হয়ে গেল কোজাগরীর।

এখানে পড়ুন: আবার নতুন ধারাবাহিকে অপরাজিতা আঢ্য, শোনাবেন মা-মেয়ের মিষ্টি গল্প

Aparajita Auddy

মা মা’ বলে দৌড়ে আসে তোতা। পরের দৃশ্য থেকে জানা যায়, নিজের পা ভেঙে বসেছেন কোজাগরী। ছেলে এসেও রীতিমতো চোটপাট করে, শেষে কিনা বাচ্চাদের পুলে ঝাঁপ দিতে গেলেন কোজাগরী! অন্যদিকে তাঁর স্বামীও ফুট কাটেন, ‘বুড়ি খুকি’। মজাদার এই দৃশ্য দেখে অবাক সকলে। অপরাজিতার অভিনয়ে মজেছেন সকল দর্শকরা। আগামী ২৫সে সেপ্টেম্বরের অপেক্ষায় দিন গুনছেন সকলে।

Aparajita Auddy:

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

‘এক্কা দোক্কা’র স্লটেই আসছে এই ধারাবাহিক। তাহলে কি বন্ধ হয়ে যাবে এক্কাদোক্কা? তা এখনো জানা যায়নি চ্যানেল কতৃপক্ষের থেকে। উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল অপরাজিতার ছবি ‘চিনি ২’। একে অপরের সমস্যা বুঝে বন্ধু হয় দুই অসমবয়সী নারী এই ছিল সিনেমার প্লট। পরিচালক মৈনাক ভৌমিকের এই সিনেমা দর্শকদের পছন্দ হয়। এই ছবিতে অপরাজিতা ছাড়াও অভিনয় করেছে মধুমিতা সরকার (Madhumita Sarcar), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), লিলি চক্রবর্তী (Lily Chakraborty) ও পিঙ্কি বন্দোপাধ্যায় (Pinky Banerjee)-কে।