দাদার মতোই ট্যালেন্টেড, অরিজিৎ সিংয়ের বোনের গান শুনে মুগ্ধ নেটিজেনরা, রইল ভিডিও
অরিজিতের মতোই সুরেলা কন্ঠের অধিকারিনী হলেন তাঁর বোন অমৃতা সিং।

বর্তমানে গোটা ভারতের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার হলেন ‘অরিজিৎ সিং’ (Arijit Singh)। এমন কোনো ভারতীয় নেই যে এই গায়ককে পছন্দ করেন না। এমনকি অনেকের মতে অরিজিতের গলায় স্বয়ং মা সরস্বতীর বাস। তিনি যে ভারতমাতার একজন যোগ্য সন্তান তা তিনি বরাবরই প্রমাণ করেছেন দেশবাসীর সামনে। নিজের গানের মাধ্যমে ভারতের পাশাপাশি বিদেশের মাটিতেও গর্বিত করেছেন নিজের দেশকে। বর্তমানে গোটা বিশ্বজুড়ে রয়েছে তাঁর ভক্তের সংখ্যা। বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রির পাশাপাশি একাধিক ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে গান গেয়েছেন তিনি।
যার কারণে বর্তমান প্রজন্মের মানুষের কাছে অরিজিত শুধুমাত্র একটি নাম নয় একটি আবেগ। তবে জানেন কি অরিজিৎ সিং এর পরিবারে শুধুমাত্র তিনি একা গায়ক নন। তাঁর পরিবারে আরও এক সংগীত প্রতিভাধর সদস্য রয়েছে। অরিজিৎ সিং-কে সকলে চিনলেও তাঁকে অনেকেই চেনেন না।
একথা খুব কম মানুষই জানেন যে, অরিজিতের মতোই সুরেলা কন্ঠের অধিকারিনী হলেন তাঁর বোন অমৃতা সিং। যদিও এই নামটির সাথে কেউ খুব একটা পরিচিত নন। যার কারণ দাদার মতো তিনিও খুব সাধারণভাবেই জীবন যাপন করতে পছন্দ করেন। তাই প্রচারের আলো থেকে সব সময় নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি।
প্রসঙ্গত, এই সিনেমাটির পরিচালক হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই শোয়ের মঞ্চে গোটা টিম হাজির হয়ে সকলের পরিচয় দিতে গিয়ে পরিচালক জানান যে, অমৃতা আসলে অরিজিৎ সিং এর বোন। আর ইন্দ্রদীপের এই কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান সেখানে উপস্থিত সকলে। কারণ অরিজিৎ সিং এর বোনও যে এত সুরেলা কন্ঠের অধিকারিনী তা এর আগে জানতোনা কেউ। আর দর্শকমহলে পরিচিতি মিলতেই সকলে স্বীকার করতে বাধ্য হয়েছে যে, ভাইবোন দুজনেই ঈশ্বরপ্রদত্ত গলা নিয়ে জন্মেছে।