ওটিটির সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, আয়েশা কাপুরের এই রূপ দেখেই ঘুম উড়ছে দর্শকদের
আয়েশা কাপুরের লাস্যময়ী রূপ ও আবেদনময়ী অভিনয় পুরুষ ভক্তদের ঘুম ওড়ার পরিস্থিতি তৈরি করে দেয়।

বর্তমানে ওয়েব সিরিজ মানেই বোল্ড দৃশ্যের উপস্থিতি। খুব কম ওয়েব সিরিজই হয়তো আছে, যেখানে বোল্ড দৃশ্য থাকে না। সেন্সর বোর্ডের কারণে বহু দৃশ্যই সিনেমায় দেখানো সম্ভব হয় না। ধারাবাহিকগুলো মূলত পারিবারিক প্রকৃতির হওয়ার কারণে সেখানেও বহু দৃশ্য দেওয়া যায় না। তবে যেহেতু ওয়েব সিরিজের ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন কোনো কড়াকড়ি চালু হয়নি, তাই বহু দৃশ্যই ওয়েব সিরিজে দেওয়া সম্ভবপর হয়েছে। সম্প্রচারিত ওয়েব সিরিজগুলোতে বোল্ড দৃশ্যের অভাব নেই। এই বোল্ড ওয়েব সিরিজগুলোর দৌলতে উঠে এসেছে বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রীর নামও। ওয়েব সিরিজগুলোর জন্য তাঁরা খ্যাতির আলো দেখারও সুযোগ পেয়েছেন।
এইরকমই এক ওয়েব সিরিজ তারকার নাম হচ্ছে আয়েশা কাপুর (Ayesha Kapoor)। ওয়েব সিরিজে তাঁর উপস্থিতি মানেই সেই সিরিজ বোল্ড দৃশ্যে পরিপূর্ণ। তাঁকে একাধিক বোল্ড ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। ‘সীল ২’, ‘ঝোল’-এর মতো অন্তরঙ্গ দৃশ্যে পরিপূর্ণ ওয়েব সিরিজে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও আরও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি আয়েশা কাপুরের এক ওয়েব সিরিজের দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ‘সিয়াপা’ (Siyapa) নামক ওয়েব সিরিজের বলে দাবি করা হয়েছে। এই ধারাবাহিকে আয়েশা কাপুর ছাড়াও সিমরান খানকে অভিনয় প্রদর্শন করতে দেখা গিয়েছে। এই ধারাবাহিকটিতে এক অন্যই মাত্রার বোল্ড দৃশ্য পেশ করতে দেখা গিয়েছে আয়েশাকে।
আয়েশা কাপুরের লাস্যময়ী রূপ ও আবেদনময়ী অভিনয় পুরুষ ভক্তদের ঘুম ওড়ার পরিস্থিতি তৈরি করে দেয়। আয়েশার প্রদর্শিত বোল্ডনেস বরাবরই ভক্তদের কাছে প্রশংসার অধিকারী হয়।