বন্ধ বাড়িতে টিয়া পাখির সাথে খেলায় মত্ত খুদে কন্যা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
টিয়াপাখি ও খুদের খেলার দৃশ্য ধরা পড়েছে। এক্ষেত্রে ভিডিওর শুরুতে বন্ধ ঘরের মেঝেতে প্রথমে শিশুটিকে বসে থাকতে দেখা যায়।

টিয়াপাখির বসবাস সাধারণত লোকালয়ের মধ্যেই দেখা যায়। মানব বসতির মধ্যে থাকা গাছে বা বাড়ির উঠোনে সবুজ টিয়াপাখি দেখতে পাওয়া যায়। এদের সংখ্যাধিক্য পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় অঞ্চলে পরিলক্ষিত হয়। এই পাখি বিজ্ঞানীদের নিকট ‘সিট্টাসিনি’ নামে পরিচিতি লাভ করেছে। ৮৬টি গণ ও ৩৭২টি প্রজাতি সহকারে এই পাখির বসবাস পৃথিবীতে।
সম্প্রতি টিয়া পাখি ও এক শিশুর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে টিয়াপাখি ও খুদের খেলার দৃশ্য ধরা পড়েছে। এক্ষেত্রে ভিডিওর শুরুতে বন্ধ ঘরের মেঝেতে প্রথমে শিশুটিকে বসে থাকতে দেখা যায় এবং টিয়াপাখিটিকে ধেয়ে শিশুটির দিকে এগিয়ে যেতে দেখা যায়। ঠিক এই মুহূর্তেই শিশুটিকে একটি কালো রঙের ঢিলেঢালা প্যান্ট ও গোলাপি রঙের হার্ট শেপের প্রিন্টযুক্ত সাদা রঙের পোশাক পরিহিত অবস্থায় টিয়াপাখিটি থেকে দূরে পালাতে দেখা যায়।
ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যায় যে, শিশুটি পাখিটির সঙ্গে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কিন্তু পাখিটির আচরণ দেখে আর বুঝতে বাকি থাকে না যে, পাখিটির মাথায় শিশুটিকে কত রকম জ্বালাতন করা যায় বোধহয় সেটাই চলছে! শিশুটি যেদিকেই পালিয়ে যায়, পাখিটি সেদিকেই তাঁকে অনুসরণ করতে থাকে। শিশুটি খুবই কিউট, টলোমলো পায়ে হেঁটে টিয়াপাখি থেকে বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। পাখিটি তার কাছে পৌঁছেই যায়।
শিশুটিকে কেন্দ্র করে টিয়াপাখিটির দুষ্টুমিপূর্ণ আচরণ দেখতে বেশ ভালো লেগেছে দর্শকদের। এটি পোস্ট করা হয়েছে ‘পার্লে জি বেবি’ (Parle G Baby) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ২.৮ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৫.৩ হাজার অতিক্রম করে গেছে।