হুবহু মানুষের মতো দরদাম করে বাজার থেকে ফল কিনছে খুদে বাঁদর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
একটি ফলের দোকানে দুই বানরছানাকে দেখতে পাওয়া যায়। বানরছানা দুটিকে কখনও একে অপরের কোলে বসে সময় কাটাতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া উপস্থিতিতে আজকাল যে কোনো বিষয়ই ভাইরাল হয়ে যাচ্ছে। শুধুমাত্র মানুষই নয়, পোষ্য জীবজন্তুরাও খুব সহজে ভাইরাল হওয়ার সুযোগ পাচ্ছে। পোষ্যদের মালিকরা তাঁদের পোষ্যদের সঙ্গে কাটানো বিভিন্ন দুষ্টুমিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ কিরে নিচ্ছেন। ফলস্বরূপ, যাঁদের পোষ্য নেই তাঁরাও পোষ্যদের জীবনের বিভিন্ন অধ্যায়ের সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই প্রকৃতির ভিডিও বেশ মজা নিয়েই উপভোগ করে থাকেন।
এই পৃথিবীতে একদল মানুষ আছেন, যাঁরা রাস্তার পশুপাখি থেকে শুরু করে বাড়ির পোষ্য জীবজন্তু সবকিছুর প্রতিই আকৃষ্ট হয়ে থাকেন। এই প্রকৃতির মানুষেরা পোষ্য বা রাস্তার ধারের জন্তুজানোয়ার সঙ্গে সময় কাটাতেও ভালোবাসেন। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হল। ভাইরাল ভিডিওতে মানুষ ও বানর ছানাকে একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখা গেল।
ভিডিওটিতে একটি ফলের দোকানে দুই বানরছানাকে দেখতে পাওয়া যায়। বানরছানা দুটিকে কখনও একে অপরের কোলে বসে সময় কাটাতে দেখা যায়, আবার কখনও ফলের দোকানের ফল তুলে ভক্ষণ করতে দেখা যায়। একইসঙ্গে আবার বানরছানা দুটিকে কাজেও অংশগ্রহণ করতে দেখা যায়। এই দুই ছানাকে একবার ফল তুলে এক যুবকের হাতে দিতে দেখা যায়।
বানরের মাথায় যে কতটা বুদ্ধি আছে, তা এই ভিডিও দেখেই বোঝা যায়। ভিডিওটিতে দৃশ্যমান দুই বানরের পরণে ছিল একদম সাধারণ জামা-প্যান্ট। ভিডিওর শেষের দিকে দেখা যায়, এক যুবক দুই বানরছানাকে হেলমেট পরিয়ে নিজের বাইকে চড়িয়ে নিয়ে চলে যান। যুবকটি নিজে হেলমেট পরার পাশাপাশি বানরছানাদেরও পরিয়ে দেওয়ার যুবকের উদার মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে, যা দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। এই ভিডিওটি ভারতের নয় বলে দাবি করা হয়েছে।