ধানের জমিতে থেকে অসাধারণ কায়দায় মাছ ধরে তাক লাগালেন গৃহবধূ, ভাইরাল ভিডিও

মহিলাটি কোনো নদীতে জাল ফেলে মাছ ধরতে যাননি। তিনি মূলত মাছ ধরেন ধান ক্ষেতের মধ্যে থেকেই। উক্ত জালে বেশ কয়েকটি মাছ ধরা পড়তে দেখা যায়।

ইন্টারনেটে প্রতিনিয়তই কিছু না কিছু ভাইরাল হতে থাকছে। কখনও ফটো (Photo), কখনও ভিডিও ভাইরাল (Viral Video) বস্তুতে পরিণত হতে দেখা যাচ্ছে। কোনো ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনোরঞ্জন প্রদান করে। আবার কোনো ভিডিও জ্ঞানের সরবরাহ করে থাকে। কিছু ভিডিও হাসতে বাধ্য করে দেয়, আবার কিছু ভিডিও দর্শকদের আবেগপ্রবণ করে দেয়। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষ সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখার মাধ্যমে অবসর সময় অতিবাহিত করে থাকেন।

বর্তমানে সাধারণ মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। মানুষের সমস্ত রকমের অনুভূতিই আজকাল ধরা দেয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর কন্টেন্ট যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ভিত্তিতে সবকিছুই গ্রহণ করে। কিছু ভিডিও থাকে নিছকই জ্ঞান প্রদানের জন্য। আবার কিছু ভিডিও থাকে যেগুলো মানুষের মনোরঞ্জন করে ও কখনও কখনও ট্রেন্ডিংয়ের তালিকায় স্থান পেয়ে যায়।

এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে এমন ভিডিও ভাইরাল হয়, যেগুলো দেখে নেটিজেনরা অবাক হয়ে যায়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেটি দেখে নেটিজেনরা হা হয়ে থেকে গেছেন। ভিডিওটিতে এক মহিলাকে খোলা নীল আকাশের নিচে সবুজ ধান জমির মাঝে জাল ফেলে মাছ ধরতে দেখা যায়। অবাক করার ব্যাপার হল মহিলাটি কোনো নদীতে জাল ফেলে মাছ ধরতে যাননি। তিনি মূলত মাছ ধরেন ধান ক্ষেতের মধ্যে থেকেই। উক্ত জালে বেশ কয়েকটি মাছ ধরা পড়তে দেখা যায়। মাছ ধরার পাশাপাশি উক্ত মহিলা মাছ ধরার বিভিন্ন পদ্ধতিও বাতলে দিচ্ছিলেন।

ভিডিওটির মাধ্যমে গ্রাম্য পরিবেশের নির্ভেজাল সৌন্দর্যের সাক্ষী হওয়ার সুযোগ পেলেন দর্শকরা। এছাড়াও গ্রামবাসীদের অনন্য জীবনশৈলীও ফুটে উঠেছে ভিডিওটিতে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রাজবংশী ইউটিউবার পল্লবী’ (Rajbongshi Youuber Pallabi) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। জানা গেছে, ভিডিওটিতে দৃশ্যমান মহিলার নাম পল্লবী। ভিডিওটি দর্শকদের খুবই পছন্দ হয়েছে। ফলস্বরূপ ভিডিওটির ভিউজের সংখ্যা ১.১ মিলিয়ন পার হয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে।