Viral Video: দুর্দান্ত কায়দায় এক ঝাক মাছ ধরলেন সুন্দরী বৌদি, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
সুন্দরী বৌদি জলা জমির মধ্যে মাছ ধরার জন্য উপস্থিত হলো। তার হাতে মাছ ধরার জন্য দুটি জিনিস দেখা যাচ্ছে। একটা গোল জাল দিয়ে তৈরী ও ওপরটি কেমন বড়ো যা জলের মধ্যে পুঁতে দিলো।

Viral Video: বাঙালি হয়ে মাছ ভাত খাবেন না তা কি হয়। তবে মাছ খেতে জানলেও মাছ ধরার কৌশল সম্পর্কে আমাদের জানা নেই। সব জায়গাতেই দেশে এখন মাছ ধরা ও খাওয়া হয়ে থাকে। তবে মাছ ধরে নয় বরং বাজার থেকে কিনেই বেশি মাছ খান সবাই। তবে জানেন জমি থেকে কিংবা পুকুর থেকে কিভাবে মাছ ধরবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক গ্রামবাংলার দৃশ্য ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের এক বৌ বৃষ্টির পর জমির জলা জায়গায় এসে জাল দিয়ে মাছ ধরছেন। আর সেই ভিডিও ছাড়িয়ে গেছে লক্ষ লক্ষ ভিউজ।
Viral Video:
ভিডিওর শুরুতেই সুন্দরী বৌদি জলা জমির মধ্যে মাছ ধরার জন্য উপস্থিত হলো। তার হাতে মাছ ধরার জন্য দুটি জিনিস দেখা যাচ্ছে। একটা গোল জাল দিয়ে তৈরী ও ওপরটি কেমন বড়ো যা জলের মধ্যে পুঁতে দিলো। এবার জমির মধ্যে জলের তোলাই সে প্রতিবার হাত ঢোকাচ্ছে ও মাছ তুলে নিয়ে আসছে। এই মাছ কার্যত ছিল কই মাছ যা গ্রাম বাংলায় খুবই বিখ্যাত। বারংবার একই পদ্ধতি দেখা যায়।
Viral Video:
শুধু সে মাছ ধরেই ক্ষান্ত থাকে না। গিয়ে সম্পূর্ণ রান্নাও করেন তিনি। তাকে দেখে বোঝাই যাচ্ছে তার মাছ ধরার অভ্যাস রয়েছে। ওই বধূর মাছ ধরার দক্ষতা প্রশংসা করেছেন নেটজনতারা। খুব সাধারণ হলেও ওই বধূর মাছ ধরার দৃশ্য নজর কেড়েছে। আর ওই বউটিকে কই মাছ ধরতে দেখা গিয়েছে। এরকম ভিডিও খুব কমই দেখতে পাই আমরা। তাই জন্য খুব অল্প সময়ের মধ্যেই এই অন্যরকম একটি ভিডিও দর্শকদের নজর কেড়ে নিতে পেরেছে।
Viral Video:
Travel with sumana নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। মাস ছয়েকের মধ্যেই ১৬ লক্ষের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। তার নিজের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও দেখতে পাবেন যা এই মাছ ধরার কৌশল নিয়েই দেখানো হয়েছে। তাই আপনিও দেখুন এই ভিডিও আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।