শাড়ি পরেই জিমে চলছে ভারোত্তোলন, শরীরচর্চার প্রচলিত ছক ভাঙলেন তরুণী, ভাইরাল ভিডিও

রিমা জিমে গিয়ে ওয়েট লিফ্ট থেকে শুরু করে, স্কোয়াটস সবকিছুই অনায়াসে করছেন।

আমরা প্রত্যেকেই চাই আমাদের শরীর স্বাস্থ্য যেন সর্বদা ভালো থাকে।‌ একটি সুস্থ ও স্বাভাবিক জীবনের অধিকারী হতে কেই বা না চায় বলুন। যার কারণে অনেকেই সকালে ঘুম থেকে জিমে যান। তবে অনেকের এক্ষেত্রে আবার অনেক অসুবিধা। বাড়ির এবং বাইরের সমস্ত কাজ সামলে নিয়মিত জিম করাটা মুখের কথা নয়। কারণ জিম করতে গেলে সময়ের প্রয়োজন তো রয়েছেই তবে তার চেয়েও প্রয়োজন রয়েছে জিমের জন্য পোশাকের। তবে এক্ষেত্রে মেয়েদের সমস্যা আরও গুরুতর। সেই সমস্ত জিমের পোশাক পরে কিভাবে জিম করবেন এবং তা দেখে শ্বশুরবাড়ির লোকজন কি ভাববেন এমনকি এধরনের সাতপাঁচ ভাবতে গিয়ে অনেকেরই‌ জিমে গিয়ে শরীরচর্চা ঠিকমতো হয় না।

আবার অনেকে জিমে যাওয়ার আগে পোশাক বদলানো আবার জিম থেকে ফিরে পোশাক বদলানোর ঝামেলার কারণে জিমে যাওয়া থেকে বিরত থাকেন। ‌তবে এই সমস্ত সমস্যাকে উপেক্ষা করেও যে জিমে গিয়ে শরীর চর্চা করা যায় তা দেখিয়েছেন এক প্রভাবী নারী। আর সেই ভিডিওই বর্তমানে তুমুল ভাইরাল নেট দুনিয়ার পর্দায়। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে বছর ৩৫ এর একটি মহিলা বাড়ির সমস্ত কাজ সামলে নিয়মিত জিমে গিয়ে জিম করছেন। জানা যায় সেই মহিলার নাম রিমা সিংহ।

শুধু কি তাই, জিমে যাওয়ার পাশাপাশি তিনি বদলে দিয়েছেন সমস্ত মানুষের মানসিকতা। যারা মনে করেন জিমের আঁটসাঁট পোশাক না পরে শরীরচর্চা করা যায় না তাঁদের সেই ভুল ধারণা একেবারে বদলে দিয়েছেন তিনি। তিনি প্রমাণ করেছেন কিভাবে সাধারণ ঘরোয়া শাড়ি পরেও ভারী যন্ত্রের সাহায্যে সহজে জিমে গিয়ে ঘাম ঝরানো যায়। এমনকি তা দেখাও গিয়েছে ভিডিওটির মাধ্যমে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রিমা জিমে গিয়ে ওয়েট লিফ্ট থেকে শুরু করে, স্কোয়াটস সবকিছুই অনায়াসে করছেন। তবে রিমার বক্তব্য, শাড়ি পরার কায়দা জানা চাই। পাশাপাশি কি ধরনের শাড়ি পড়ছেন তাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিম করার সব শাড়ি যেন শরীর অথবা পায়ের সাথে জড়িয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সেজন্য খুব ভারী ও জমকালো শাড়ি না পরারই পরামর্শ দিয়েছেন রিমা। রিমা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি আপলোড করতেই তা তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পর্দায়। ভিডিওটিকে দেখে অনেকেই তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন।