বন্ধ ঘরে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ বেলি ড্যান্স করে তাক লাগালেন সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও
'ডুব যা মেরে পেয়ার মে' (Doob Jaa Mere Pyaar Main)-তে অত্যন্ত নিপুনতার সাথে বেলি ডান্স করছেন যুবতী।

আমাদের ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ। আর এই বৈচিত্র্যময় দেশে অঞ্চলভেদে চোখে পরে নানারকম বৈচিত্র। ভারতের একদিকে যেমন রয়েছে পর্বতে ঘেরা, ঠিক সেরকমই আরেক দিকে রয়েছে ধুধু মরু অঞ্চল। আবার আরেক দিকে রয়েছে বিশাল সমুদ্র। আর এই পরিবেশের প্রকারভেদের পাশাপাশি বৈচিত্র রয়েছে মানুষের চালচলন, খানাপিনা ও সংস্কৃতিতে। ঠিক সেরকমভাবেই এক একটি অঞ্চলের মানুষকে একেক রকমের নাচ করতে দেখা যায়।
ভারতের এক দিকের মানুষ যেমন গরবা নাচ করতে ভালোবাসে আবার এক দিকের মানুষ ছৌ, ঠিক সেরকম ভাবেই আরেক দিকের মানুষ বিহু ও ভারতনাট্যমকে বেঁছে নিয়েছেন নিজেদের সংস্কৃতি হিসেবে। তবে ভারতের এই সমস্ত আঞ্চলিক নাচের পাশাপাশি বর্তমানে মানুষের মনে জায়গা করেছে বেশকিছু বিদেশি নাচ। যার মধ্যে বেলি ডান্স অন্যতম। এটি মূলত একটি বিদেশি নাচ হলেও বর্তমানে বহু ভারতীয় মত্ত হয়েছেন এই বিদেশী নাচকে আয়ত্ত করতে। আর এর প্রমাণ মাঝে মাঝেই মেলে সোশ্যাল মিডিয়া খুললে।
সম্প্রতি সেরকমই এক প্রমাণ মিললো একটি মেয়ের নাচের মাধ্যমে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক সুন্দরী যুবতী সাদা রঙের একটি টপ ও ফুলের নকশা করা হলুদ রঙের একটি বেলি ডান্সের ফ্রক পরে জনপ্রিয় বলিউডের হিন্দি গান ‘ডুব যা মেরে পেয়ার মে’ (Doob Jaa Mere Pyaar Main)-তে অত্যন্ত নিপুনতার সাথে বেলি ডান্স করছেন। তাঁর প্রতিটি স্টেপ ছিল অত্যন্ত নিপুন। যার কারণে ভিডিওটি ভাইরাল হতে বেশি একটা সময় লাগেনি।
View this post on Instagram
‘iojasviverma’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রায় বছর দুয়েক আগে আপলোড করা হয় ওই যুবতীর নাচের এই ভিডিওটি। যা বর্তমানে ছড়িয়ে পরেছে প্রায় কয়েক লক্ষ মানুষের কাছে। এমনকি ভিডিওটিতে শুধুমাত্র লাইক করেছেন প্রায় ৮০ হাজারের মতো মানুষ। এছাড়াও ভিডিওটিতে কমেন্ট করে ওই যুবতীর নাচকে সাধুবাদ জানিয়েছেন শত শত মানুষ। অর্থাৎ ওই যুবতীর এই বেলি ডান্স যে সকলেরই নজর কেড়েছে তা বলা বাহুল্য।