সুন্দর প্রকৃতির মাঝে ‘বালা নাচো তো দেখি’ গানের তালে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

হলুদ গোলাপি রঙের শাড়ি ও সোনালি পাড়যুক্ত মেজেন্টা রঙের পরে ব্লাউজ পথে অসাধারণ ভঙ্গিমা সহকারে নৃত্য প্রদর্শন করতে দেখা যায় যুবতীকে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নানান রকমের ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। এই ভিডিওগুলোর মধ্যে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের ভিডিও সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে এসে থাকে। কেউ মজার ভিডিও খুঁজলে তাঁরা মজার ভিডিও দেখতে পান, কেউ জ্ঞানমূলক ভিডিও খুঁজলে তাঁরা আবার জ্ঞানমূলক ভিডিওই দেখতে পান।

এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেই আবার কেউ প্রতিভামূলক ভিডিও খুঁজে থাকে। প্রতিভাধারী শিল্পী কোনো তারকা হোক বা সাধারণ মানুষ, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তাতে কিছু যায় আসে না। ভিডিও কন্টেন্ট ইউনিক ও নিখুঁত প্রতিভায় পরিপূর্ণ হলেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সেই ভিডিওকে কেন্দ্র করে মন্তব্য করেন ও প্রতিক্রিয়া দেন। এর ফলস্বরূপ, সোশ্যাল মিডিয়ায় দৌলতে বহু প্রতিভামূলক ভিডিও ভৌগোলিক সীমানা ও ভাষার গণ্ডি পেরিয়ে ভাইরাল হওয়ার সুযোগ পায়।

সম্প্রতি এক প্রতিভামূলক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচে বাড়ির ছাদে খুবই সুন্দরভাবে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘বালা নাচো তো দেখি’ (Bala Nacho To Dekhi) গান। এই গানেই হালকা হলুদ গোলাপি রঙের শাড়ি ও সোনালি পাড়যুক্ত মেজেন্টা রঙের পরে ব্লাউজ পথে অসাধারণ ভঙ্গিমা সহকারে নৃত্য প্রদর্শন করতে দেখা যায় যুবতীকে। মুখে হালকা মেকআপ, কানে সোনালি রঙের দুল ও ঠোঁটে লাল লিপস্টিক পরিহিত অবস্থায় খুবই সুন্দর লাগছিল দেখতে। পরিপাটি খোঁপা করে বাঁধা চুলে থাকা গজড়া তাঁর সাজের মানান আরও বাড়িয়ে দেয়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বিদীপ্তা শর্মা’ (Bidipta Sharma) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতী খোদ বিদীপ্তা শর্মাই। দর্শকরা বিদীপ্তার নাচ দেখে পোস্টের কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।