সবুজ প্রকৃতির মাঝে জনপ্রিয় বাংলা গানের তালে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও
কালো রঙের শাড়ি ও ব্লাউজ পরিহিত অবস্থায় দুর্দান্ত এনার্জি সহকারে ডান্স করতে দেখা যায় যুবতীকে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের প্রতিভা পুরো জগতের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন প্রতিভাধারী শিল্পীরা। সোশ্যাল মিডিয়া বিভাগের অধীনে নানান রকমের প্ল্যাটফর্ম রয়েছে। প্ল্যাটফর্মের সংখ্যা এককথায় অগুনিতক। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার সহ একাধিক প্ল্যাটফর্ম জন্ম নিয়েছে হাই স্পিড নেট পরিষেবার যুগে। সমস্ত প্ল্যাটফর্মই চাহিদার ভিত্তিতে নিজের মতো করে জনপ্রিয়তা পেয়েছে। আর এই সুযোগেই সঠিক জ্ঞানের আলোয় নিজেদের প্রতিভা প্রচার করার সুযোগ পেয়েছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে লক্ষ লক্ষ শিল্পীর সন্ধান পাওয়া যায়। গান, নাচ, আবৃতি, অঙ্কন সহ বিভিন্ন বিষয়ে শিল্পীদের দেখা মেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কারণেই সুদূর গ্রামের ছেলেমেয়েরাও নিয়েদের প্রতিভা ভাষার বেড়াজাল পেরিয়ে শহরের অট্টালিকায় পৌঁছে দিতে পেরেছেন।
সম্প্রতি একটি প্রতিভামূলক ভিডিও ভাইরাল (Dance Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচে সবুজ পরিবেশের মাঝে জনপ্রিয় বাংলা গানে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘একটা কালো ভ্রমর গুনগুন’ (Ekta Kalo Bhromor Gungun) গান। আর সেই গানেতেই কালো রঙের শাড়ি ও ব্লাউজ পরিহিত অবস্থায় দুর্দান্ত এনার্জি সহকারে ডান্স করতে দেখা যায় যুবতীকে। হাতে বালা, কানে ঝুমকো, মাথার খোঁপায় সজ্জিত ফুল তাঁর নৃত্য পরিবেশনে পূর্ণতা এনে দেয়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘চিত্রায়ণ’ (Chitrayan) নামক এক ফেসবুক পেজ থেকে। জানা গেছে ভিডিওটিতে নৃত্য পরিবেশনকারী যুবতীর নাম। পূজা দে বোস (Puja De Bose) নামক এই যুবতীর নাচ দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা। কেউ তাঁর এই নাচকে ‘অনবদ্য’ বলেছেন, কেউ আবার ‘ভীষণ সুন্দর’ বলে প্রশংসা করেছেন।