সবুজ শিফন শাড়িতে ৯০ দশকের সুপারহিট গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

চুল খুলে উন্মুক্ত পেট প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় (Dance Viral Video) উষ্ণতা ছড়ালেন এক তরুণী।

চুল খুলে উন্মুক্ত পেট প্রদর্শন করে সোশ্যাল মিডিয়ায় (Dance Viral Video) উষ্ণতা ছড়ালেন এক তরুণী। তাঁর পরণে ছিল সবুজ রং বিশিষ্ট শিফন কাপড়ের একরঙা শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘লাগা প্রেম রোগ’ (Laga Prem Rog) গান এবং এই গানেতেই আবেদনময়ী ভঙ্গিতে ডান্স মুভ প্রদর্শন করতে দেখা গেল উক্ত যুবতীকে।

‘লাগা প্রেম রোগ’ গানটি মূলত ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক-কমেডি জেনারের সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’-এর গান। সলমন খান (Salman Khan), সুস্মিতা সেন (Susmita Sen) ক্যাটরিনা ক্যাফ (Katrina Kaif), আরবাজ খান (Arbaaz Khan), অভিনীত এই মাল্টি স্টারার সিনেমায় উক্ত গানে অভিনেত্রী সুস্মিতাকে কমলা রঙের শিফন শাড়ি পরে খোলা আকাশের নিচে ঝড়ঝাপ্টার দৃশ্যে উড়ন্ত শুকনো পাতার মাঝে পাতলা শাড়ি পরে আবেদনময়ী ডান্স করতে দেখা গিয়েছিল। সুস্মিতা সেনের সেই নাচ আজও ভোলেননি দর্শকরা। এবার অভিনেত্রীর সেই ডান্স মুভকে টেক্কা দিতে সবুজ শাড়ি পরে নৃত্য পরিবেশন করতে দেখা গেল এক সুন্দরী তরুণীকে।

দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান তরুণীর নাম আলিশা (Alisha)। তাঁর নিজের ইনস্টাগ্রাম আইডি রয়েছে। সেই আইডি থেকে নিয়মিতরূপে নিজের নাচের ভিডিও পোস্ট করে থাকেন তিনি। এর আগেও তিনি একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে এবারে তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চার বিষয় হয়ে উঠতে দেখা গেল। জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে খুবই সুন্দরভাবে ছন্দ মিলিয়ে উত্তাপ ছড়াতে দেখা গেল তরুণীকে।

নাচের ভিডিওটি পোস্ট করা হয়েছে আলিশার ইনস্টাগ্রাম আইডি ‘ডান্স উইথ আলিশা অফিসিয়াল’ (Dance With Alisha Official) থেকে। ভিডিওটি অগুনিতক মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ১ লক্ষের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। প্রশংসায় উপচে পড়েছে পোস্টের কমেন্ট বক্স।