বাড়ির ছাদে শাড়ি পরে ‘মনটা রে’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডের নস্টালজিক গানের তালে দুর্দান্ত কায়দায় নেচে সকলকে অবাক করলেন এক সুন্দরী যুবতী।

বর্তমান সময়ে মানুষের সময় কাটানোর একমাত্র ঠিকানা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এর মাধ্যমে বহু মানুষ যেমন নিজেদের অবসর সময় অতিবাহিত করছেন ঠিক সেরকম ভাবেই বহু মানুষ রোজগারের পাশাপাশি নিজেদের প্রতিভাগুলোকেও প্রকাশ করছেন। এককথায় সোশ্যাল মিডিয়া ছাড়া বর্তমান প্রজন্মের মানুষ প্রায় অচল বললেই চলে। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে নতুন নতুন প্রতিভা। বিশেষ করে বহু পুরনো বলিউডের গান নতুন করে আবার জনপ্রিয়তা পাচ্ছে এর মাধ্যমে। যেই গানগুলিকে সময়ের সাথে সাথে মানুষ ভুলে যেতে বসেছিল সেই সমস্ত গানগুলি আবার নতুন করে উঠে আসছে মানুষের মাঝে।

আর এই সমস্ত গানগুলিতে নৃত্য পরিবেশন করে সমাজের জনপ্রিয়তা অর্জন করছে একাধিক মানুষ। ‌যা সোশ্যাল মিডিয়া খুললেই নজরে আসে। সম্প্রতি সেরকমই একটি বলিউডের নস্টালজিক গানের তালে দুর্দান্ত কায়দায় নেচে সকলকে অবাক করলেন এক সুন্দরী যুবতী। বলিউডের একটি অত্যন্ত জনপ্রিয় সিনেমা হল ‘লুটেরা’ (Lootera)। যে সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের অন্যতম তারকা অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। আর এই সিনেমার একটি গান ছিল ‘মনটা রে’ (Monta Re)। যা একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে।

এই গানটি মূলত হিন্দি হলেও এর কিছু কিছু জায়গায় রয়েছে বাংলার ছোঁয়া। তবে আসল গানটিতে সেরকমভাবে অভিনেতা অভিনেত্রীর কোনোরকম ডান্স পারফরম্যান্স না থাকলেও এই গানটির তালে অসাধারণ ছন্দে কোরিওগ্রাফি করা যায়। এবার এই গানটিতেই দুর্দান্ত কায়দায় কোরিওগ্রাফি করে তুমুল ভাইরাল হলে এক সুন্দরী যুবতী। ভিডিওটিতে তাঁর পরনে ছিল একটি হলুদ রঙের শাড়ি ও ফুলহাতা কালো ব্লাউজ। পুরোনো দিনের অভিনেত্রীদের মতো সেজে নিজের বাড়ির ছাদে তিনি দুর্দান্ত কায়দায় নাচলেন।

নাচের পাশাপাশি সকলের নজর কেড়েছে তাঁর মোহময়ী লুক। বাধা চুল ও ন্যুড মেকআপে নিজেকে একেবারে হটবম্ব বানিয়ে তুলেছিলেন তিনি। যার কারণে তাঁর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমত সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে। আর বর্তমানে তাঁর ডান্সের চোটে রীতিমতোন হোঁচট খাচ্ছেন সমস্ত নেট নাগরিক। ভিডিওটি থেকে জানতে পারা যায় মেয়েটির নাম দুর্বা দে। তাঁর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। আর সে একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। সম্প্রতি তাঁর এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পর্দায়। আর স্বাভাবিকভাবেই তাঁর প্রশংসা করেছেন একাধিক নেট নাগরিক।