বাড়ির ছাদে সুন্দর সাজে দুর্দান্ত রবীন্দ্র নৃত্য সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
বাড়ির ছাদে দুধ সাদা রঙের ব্লাউজ ও নীল রঙের শাড়ি পরিহিত অবস্থায় খুবই সুন্দরভাবে নাচ করতে দেখা যায়।

ইন্টারনেট যুগ শুরু হওয়ার পর থেকে মানুষের জীবনযাপন পদ্ধতি খুব দ্রুত পরিবর্তিত হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। বর্তমানে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত প্রায় পুরো দিনটাই ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছে। প্রিয়জনকে কোনো মজার মেসেজ পাঠানোর হোক বা অফিসে কোনো ফাইল পাঠানোর কাজ থাকুক, সবটাই বর্তমানে নির্ভর করছে ইন্টারনেটের উপরে।
তবে যুগ যতই প্রযুক্তিগত উন্নতির দিকে এগিয়ে যাক, সাহিত্যিক দিক দিয়ে এখনও বাঙালির মনে গ্রথিত রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) গানগুলো। অজস্র নতুন গান বর্তমানে শোনা গেলেও রবি ঠাকুরের গান এখনও বাঙালির মননে গেঁথে রয়েছে। বাঙালির মনের নানান অনুভূতির সাক্ষী দেয় রবীন্দ্রসঙ্গীতগুলি (Rabindrasangeet)। এই অবস্থায় যতই নতুন গান আসুক, রবীন্দ্রসঙ্গীতের জনপ্রিয়তাকে এখনও পর্যন্ত কেউ হারাতে পারেনি।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে বাড়ির ছাদে দুধ সাদা রঙের ব্লাউজ ও নীল রঙের শাড়ি পরিহিত অবস্থায় খুবই সুন্দরভাবে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায়, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’ গান। আর এই গানের তালেই সুন্দর একখানি শাড়ি ও মানানসই অক্সিডাইজ গয়না পরে অসাধারণ নৃত্য পরিবেশন করতে দেখা গেল যুবতীকে। মুখে হালকা মেকআপ, কপালে কালো টিপ ও ঠোঁটে লাল লিপস্টিক পরিহিত অবস্থায় খুবই সুন্দর লাগছিল তাঁকে দেখতে। তাঁর খোঁপায় থাকা সাদা ও নীল ফুল তাঁর সাজের মানান আরও বাড়িয়ে দিয়েছিল।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বিদীপ্তা শর্মা’ (Bidipta Sharma) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে, ভিডিওটিতে দৃশ্যমান যুবতী স্বয়ং বিদীপ্তা শর্মা। ভিডিওটির ভিউয়ার্সের ১৮২ হাজার ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৬.৩ হাজার অতিক্রম করে ফেলেছে।