বাড়ির ছাদে শাড়ি পরে ‘টিপ টিপ বর্ষা পানি’ গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

এক সুন্দরী যুবতীকে জনপ্রিয় হিন্দি সিনেমার এক জনপ্রিয় গানে নাচ করতে দেখা গেছে।

বিনোদনের নতুন দুনিয়ারূপে প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিনোদনের যেন এক অজানা দরজা খুলে গিয়েছে। সেই দরজার মধ্যে দিয়ে গিয়ে ইচ্ছে মতো বিষয়ে মনোরঞ্জন করতে পারেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। শুধুমাত্র একটি ক্লিকের অপেক্ষা, ব্যাস! মুহূর্তের মধ্যে খুলে যায় সোশ্যাল মিডিয়ার দরজা। বিভিন্ন ধরণের কন্টেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের স্বাগত জানায় ও মনোরঞ্জনের ব্যবস্থা করে দেয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি।

সোশ্যাল মিডিয়ায় ফটো বা ভিডিওর অভাব নেই। নানান রকমের নানান মুডের ফটো ও ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। এই ফটো ও ভিডিওগুলো অনায়াসে ঘন্টার পর ঘন্টা দেখে সময় কাটিয়ে দেওয়া যায়। কারোর হাসির ভিডিও ভালো লাগে, আবার কারোর নাচ-গানের ভিডিও ভালো লাগে। কেউ থ্রিলার ভিডিও দেখতে ভালোবাসেন, আবার কেউ নিত্য নতুন প্রতিভাধারী শিল্পীদের নৃত্যকলার সাক্ষী হতে ভালোবাসেন। নিজেদের পছন্দ অনুযায়ী নেটিজেনরা ভিডিও খুঁজে নেন ও মনোরঞ্জন করে সময় কাটিয়ে দেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে জনপ্রিয় হিন্দি সিনেমার এক জনপ্রিয় গানে নাচ করতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মহ্রা’ (Mohra) সিনেমার ‘টিপ টিপ বর্ষা পানি’ (Tip Tip Barsha Pani) গান এবং এই গানেতেই পাতলা শাড়ি পরে আবেদনময়ী ভঙ্গিতে ডান্স করতে দেখা যায় যুবতীকে। ভিডিওটিতে যুবতীর পরণে ছিল সরু ফিতেযুক্ত নীল রঙের ব্যাকলেস ব্রালেট ও গোলাপি রঙের শাড়ি। এই পোশাকে তাঁর পেট উন্মুক্ত ও বক্ষবিভাজিকা দৃশ্যমান ছিল। মুখমণ্ডলে হালকা মেকআপে ও খোলা চুলে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় তোলেন যুবতী।

‘ব্যাকলেস বিউটিস’ (Backless Beauties) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট হওয়া ভিডিওতে প্রদর্শিত হওয়া যুবতীর আবেদনময়ী নাচ অনেকেরই পছন্দ হয়েছে। অনেকেই প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন পোস্টের কমেন্ট বক্সে।