স্বচ্ছ নদীর পাড়ে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
খোলা আকাশের নিচে সবুজ পাতা বিশিষ্ট গাছময় মাঠের মাঝে ওই তরুণীকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ার নাম শুনলেই প্রথমে মনোরঞ্জনের কথা মাথায় আসে। সোশ্যাল মিডিয়ায় এক ক্লিকেই মনোরঞ্জনের অজানা দুনিয়ায় প্রবেশ করা যায়। এই প্ল্যাটফর্মে নিজের ইচ্ছে মতো কটেন্ট বানিয়ে কন্টেন্ট ক্রিয়েটরা পোস্ট করে থাকেন। হাসির, কান্নার নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায় এই তালিকায়। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশিক্ষণহীন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও প্রশিক্ষিত শিল্পীদেরও দেখতে পাওয়া যায়।
প্রশিক্ষিত নৃত্য শিল্পীদেরও অগুনিতক ভিডিও সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে। বহু শিল্পীই কোনো নির্দিষ্ট সংস্থার অধীনে না থেকেও নিপুনতায় পরিপূর্ণ নৃত্য প্রদর্শন করে নেটিজেনদের কাছে প্রশংসার অধিকারী হচ্ছেন। অনেকজনকেই এমন জনপ্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে যে, তাঁরা রাতারাতি ইন্টারনেট সেলিব্রিটিরও তকমা পেয়ে যাচ্ছেন। সম্প্রতি এক বাঙালি রমণীর ভিডিওই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
এক সুন্দরী বাঙালি তরুণীকে সম্প্রতি দক্ষিণী ভাষার গানে দুর্দান্তভাবে নাচ করতে দেখা গেছে। খোলা আকাশের নিচে সবুজ পাতা বিশিষ্ট গাছময় মাঠের মাঝে ওই তরুণীকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় দক্ষিণী ভাষার জনপ্রিয় গান ‘মোহিনী’ (Mohini) এবং এই গানেতেই নীল ও লাল রঙের কম্বিনেশনে ঘাগরা চোলি পরিহিত অবস্থায় অসাধারণ নৃত্য পরিবেশন করতে দেখা যায় তাঁকে। মানানসই কানের দুল, সোনালি রঙের কোমর বন্ধনী পরিহিত অবস্থায় কোমর ছাপিয়ে যাওয়া লম্বা চুলে মুখমণ্ডলে হালকা মেকআপ ও ঠোঁটে লিপস্টিক লাগিয়ে তাঁকে খুবই সুন্দর লাগছিল দেখতে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘জেসি’স ওয়ার্ল্ড’ (JC’s World) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটিতে দৃশ্যমান তরুণীর নাম জয়ন্তী চক্রবর্তী (Jayanti Chakroborty) বলে দাবি করা হয়েছে। জয়ন্তীর নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। প্রশংসায় উপচে পড়েছে পোস্টের কমেন্ট বক্স।