সুন্দর প্রকৃতির মাঝে ‘চকা চক’ গানের তালে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

এক যুবতীকে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা গেল।

সোশ্যাল মিডিয়ার হাত ধরে বর্তমানে প্রতিভার প্রচার আরও সহজ হয়ে পড়েছে। সঠিক কৌশল ও সঠিক জ্ঞান থাকলেই আজকাল মানুষ আগের তুলনায় অনেক সহজে নিজের প্রতিভার প্রচার ঘটাতে পারছেন। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিভা আজ আর ভাষার বেড়াজালে আবদ্ধ থাকছে না। ভৌগোলিক সীমানা পেরিয়ে বহু শিল্পীর প্রতিভা দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।

আজকাল সঙ্গীতশিল্পীরা, নৃত্যশিল্পীরা সবাই সোশ্যাল মিডিয়াকে প্রচারের মাধ্যমে হিসাবে ব্যবহার করছেন। কোনো শিল্পী নিজের আঁকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুলে ধরছেন। কেউ আবার নিজের আবৃতির ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। প্রতিভা যাই হোক না কেন, বহু মানুষই আজকাল সোশ্যাল মিডিয়াতে নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে খ্যাতি অর্জন করতে পেরেছেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক যুবতীকে জনপ্রিয় হিন্দি গানে নাচ করতে দেখা গেল। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar), অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan), অভিনেতা ধনুষ (Dhanush) অভিনীত ‘আতরঙ্গী রে’ (Atrangi Re) সিনেমার ‘চাকা চাক’ (Chaka Chak) গান। এই গানেতেই অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে নৃত্য পরিবেশন করতে দেখা গেল সুন্দরী যুবতীকে। যুবতীর পরণে ছিল সোনালি পাড়যুক্ত সবুজ রঙের শাড়ি ও ম্যাচিং ব্লাউজ। কোমর গড়িয়ে যাওয়া খোলা স্ট্রেট চুল, ঠোঁটে লাল লিপস্টিক ও মানানসই কানের দুল পরিহিত অবস্থায় তাঁকে খুব সুন্দর লাগছিল দেখতে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘জেসি’স ওয়ার্ল্ড’ (JC’s World) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান যুবতীর নাম জয়ন্তী চক্রবর্তী (Jayanti Chakraborty)। তিনি নিজে বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করে থাকেন এবং সেই ভিডিও নিজের চ্যানেলে আপলোড করেন। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১.৮ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৩২ হাজার পার করে গেছে।